সাগরদ্বীপে 'আমাদের পাড়া, আমাদের সমাধান'

Aug 2, 2025 - 22:16
 80
সাগরদ্বীপে 'আমাদের পাড়া, আমাদের সমাধান'

বিশ্ব সমাচার, সাগর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের শহিদ সমাবেশে রাজ্যের প্রতিটি প্রান্তে এলাকাবাসীর সুযোগ-সুবিধা দেওয়ার জন্য ঘোষণা করেছিলেন, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভার অন্তর্গত মহিষামারী গঙ্গামন্দির মেলার মাঠে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শুভ উদ্বোধন করেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানহাইয়া কুমার রাও, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহ সভাপতি স্বপনকুমার প্রধান, উপপ্রধান হরিপদ মণ্ডল, গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি পার্থ সাহা সহ এলাকার জনপ্রতিনিধিরা। এই প্রকল্পে এলাকার বেহাল রাস্তা থেকে শুরু করে পানীয় জল পরিষেবা সংক্রান্ত অভিযোগ পাওয়া মাত্রই দ্রুততার সঙ্গে কাজ শুরু করবেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। এদিন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী জানান, সাগর ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে 'আমাদের পাড়া আমাদের সমাধান' প্রকল্পের শুভ সূচনা করে দেওয়া হল। গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথের মানুষজনেরা এসে তাঁদের পাড়ার সমস্যার কথা জানিয়েছেন। বিডিও সেসব লিপিবদ্ধ করেছেন। আগামী তিন মাসের মধ্যে সেই কাজগুলো শেষ হবে।