সংবিধানই দেশের রক্ষাকবচ, নেপালের অবস্থা দেখুন : সুপ্রিম কোর্ট
“প্রতিবেশী দেশের দিকে তাকিয়ে দেখুন। আমাদের সংবিধানের জন্য আমরা গর্বিত।” বুধবার একটি মামলায় অস্থির নেপালের প্রসঙ্গ টেনে বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট। গত ১২ এপ্রিল শীর্ষ আদালত একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রাজ্যপালদের জন্য বিল অনুমোদনের জন্য দিনক্ষণ নির্দিষ্ট করা হয়। বুধবার ওই মামলার শুনানিতে ভারতীয় সংবিধানের শক্তির কথা উল্লেখ করা হল। স্পষ্ট করা হল, রাষ্ট্রপ্রধানদের ঊর্ধ্বে জনস্বার্থ। সেই কারণেই সংবিধানের রক্ষাকবচ। প্রধান বিচারপতি বিআর গাভাই বলেন, “আমাদের সংবিধানের জন্য আমরা গর্বিত।” তিনি আরও বলেন, “তাকিয়ে দেখুন আমাদের প্রতিবেশী দেশে কী চলছে। নেপাল, আমরা দেখছি।” হিমালয়ের দেশে দুর্নীতি বিরোধী আন্দোলনে গত আটচল্লিশ ঘণ্টার পরিস্থিতির কথা উল্লেখ করেন প্রধান বিচারপতি। মনে করিয়ে দেন, বাংলাদেশেও এক ঘটনা দেখা গিয়েছিল।নেপালের নড়বড়ে রাজনৈতিক অবস্থার সবথেকে বড় উদাহরণ সেদেশে গত ১৭ বছরে ক্ষমতায় এসেছে ১৪টি সরকার। সশস্ত্র আন্দোলনের পর রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ২০১৫ সালে ক্ষমতায় আসে পুষ্পা কমল দাহাল প্রচণ্ডর বামপন্থী সরকার। ওই বছর ২০ সেপ্টেম্বর সংবিধানে সংশোধন আনা হয়। ফের বুদ্ধের দেশে সংবিধান সংশোধনের ডাক দিয়েছে জেন জি বিপ্লবীরা।