রাজস্থান রয়্যালসের কোচের দায়িত্ব ছাড়লেন দ্রাবিড়

Aug 30, 2025 - 21:18
 5
রাজস্থান রয়্যালসের কোচের দায়িত্ব ছাড়লেন দ্রাবিড়

আচমকাই রাজস্থান রয়্যালসের কোচের পদ থেকে সরে গেলেন রাহুল দ্রাবিড়। শনিবার এমনটাই জানাল হল রাজস্থানের তরফে।গত মরশুমেই রাজস্থানের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছিলেন দ্রাবিড়। কিন্তু তাঁর অধীনে সাফল্য পাননি সঞ্জু স্যামসনরা। ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৪টি ম্যাচ জিতেছিল তারা। পয়েন্ট তালিকায় নবম স্থানে শেষ করেছিলেন বৈভবরা। কিন্তু জানা যাচ্ছে, রাজস্থানের তরফ থেকে দ্রাবিড়কে আরও বড় কোনও পদের প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও ক্রিকেটীয় ক্ষেত্রে কোচের থেকে বড় পদ আর কী হতে পারে, সেটা নিয়ে ধন্দে আছেন অনেকেই। আবার মনে করা হচ্ছে, সম্ভবত দ্রাবিড়কে রাজস্থান রয়্যালসের ‘হেড অফ ক্রিকেট’ পদের প্রস্তাব দেওয়া হয়েছিল। যে পদে আছেন কুমার সঙ্গকারা। সেক্ষেত্রে কি দ্রাবিড়ের ‘পদোন্নতি’ ঘটিয়ে শ্রীলঙ্কার প্রাক্তন তারকাকে কোচের পদ দেওয়া হত? এমন জল্পনাও রয়েছে যে, সেটা অনুমান করেই সরে গেলেন দ্রাবিড়। আইপিএলে কেকেআরের মতো দলে আপাতত কোচের পদ ফাঁকা। ফলে দ্রাবিড়কে নতুন কোনও দলে দেখা যেতেই পারে। রাজস্থানের তরফ থেকে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘রাজস্থানের সফরের সঙ্গে রাহুল দীর্ঘদিন ধরেই যুক্ত। তাঁর নেতৃত্ব ও প্রভাব আমাদের বহু প্লেয়ারকে অনুপ্রাণিত করেছে। আমাদের ফ্র্যাঞ্চাইজিতে তিনি একটি দারুণ সংস্কৃতি তৈরি করেছেন। ফ্র্যাঞ্চাইজির পরিকল্পনা ও পর্যালোচনা অনুযায়ী আমরা তাঁকে আরও বড় পদের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তিনি সেটা গ্রহণ করেননি। আইপিএল ২০২৬-র আগে তাঁর সঙ্গে আমাদের অভিযান শেষ হল। রাজস্থান রয়্যালস, তাদের প্লেয়ার ও লক্ষ-লক্ষ ভক্তরা রাহুলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চায়।'