মেয়াদ শেষ হলেই মুক্তি দিতে হবে আসামিকে! নির্দেশ সুপ্রিম কোর্টের

Aug 13, 2025 - 00:00
 11
মেয়াদ শেষ হলেই মুক্তি দিতে হবে আসামিকে! নির্দেশ সুপ্রিম কোর্টের

নির্দিষ্ট মেয়াদের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির কারাবাসের মেয়াদ শেষ হলেই তাঁকে সংশোধনাগার থেকে মুক্তি দিতে হবে। মঙ্গলবার জানাল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, নীতীশ কাটরা খুনে দোষী সাব্যস্ত হয়েছিলেন সুখদেব পহেলওয়ান। তাঁর সাজার মেয়াদ ছিল ২০ বছরের। সেই মেয়াদ শেষ হয়ে গিয়েছে গত মার্চে। ফলে তাঁর মুক্তি পেয়ে যাওয়ার কথা। কিন্তু তা হয়নি। তাঁকে প্রাথমিক ভাবে তিন মাসের জন্য অস্থায়ী ভাবে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু সুপ্রিম নির্দেশে ২৯ জুলাইয়ের পরই পাকাপাকি মুক্তি পেয়ে যান তিনি। কিন্তু সেই নির্দেশকে বাধা দেয় শাস্তি পুনর্বিবেচনা বোর্ড। মঙ্গলবার সেই প্রসঙ্গে বিচারপতি বি ভি নাগরত্ন ও কে ভি বিশ্বনাথন জানিয়ে দেন, ৯ মার্চ, ২০২৫-এর পর থেকে আর যাদবকে বন্দি রাখাই যায় না। তাঁকে আর জেল খাটানো যাবে না, যদি তিনি অন্য কোনও মামলায় ‘ওয়ান্টেড’ তালিকায় না থাকেন।উল্লেখ্য, ২০০২ সালে এক বিয়ের আসর থেকে অপহৃত হন নীতীশ। সেবছরের ফেব্রুয়ারি মাসের রাতে তাঁকে খুন করা হয়। পরে জানা যায়, দোষী বিকাশ যাদবের বোন ভারতী যাদবের সঙ্গে নীতীশের সম্পর্ক ছিল। আর তাই খুন করা হয় তাঁকে। বিকাশ এবং তাঁর তুতো ভাই বিশাল যাদবকে দোষী সাব্যস্ত করে ২৫ বছরের সাজা শোনায় শীর্ষ আদালত। সুখদেবকে দেওয়া হয় ২০ বছরের সাজা।