মাছ ধরে ফেরার সময় সমুদ্রে পড়ে গিয়ে তলিয়ে গেল দুই মৎস্যজীবী
বিশ্ব সমাচার, সাগর : মাছ ধরে ফিরে আসার সময় সমুদ্রে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন দুই মৎস্যজীবী। নিখোঁজ দুই মৎস্যজীবীর নাম সীতারাম মন্ডল (৪০) ও দেবব্রত জানা (৪৫)। দুজনেরই বাড়ি সাগর থানার রাধাকৃষ্ণপুর এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গঙ্গাসাগরের মায়াগোয়ালিনী ঘাট থেকে সাত জন মৎস্যজীবী ভুটভুটি নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। বিকেল নাগাদ তাঁদের মাছ ধরার কাজও শেষ হয়ে গিয়েছিল। এরপরই তাঁরা উপকূলে ফিরে আসছিলেন। সেই সময় ঢেউয়ের দাপটে ভুটভুটি দোল খেতেই দুই জন মৎস্যজীবী নদীতে পড়ে যান। সঙ্গে সঙ্গে বাকি মৎস্যজীবীরা ভুটভুটি ঘুরিয়ে তাঁদের উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু সমুদ্রে জলের টান থাকার কারণে ওই দুই মৎস্যজীবী তলিয়ে যান। তাঁদের আর খুঁজে পাওয়া যায়নি। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় গঙ্গাসাগর কোস্টাল থানায়। কিছুক্ষণের মধ্যেই পুলিস ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে। কিন্তু এদিন তাঁদের খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল থেকে আবারও তল্লাশি শুরু হয়। তবে এদিন টানা বৃষ্টি হওয়ার কারণে নদীতে খোঁজাখুঁজির সময় পুলিস কর্মীদের খুবই বেগ পেতে হয়। খবরটি মুদ্রণে যাওয়া পর্যন্ত ওই দুই মৎস্যজীবীর খোঁজ পাওয়া যায়নি।