বিসিসিআইয়ের টাইটেল স্পনসর হতে চলেছে বিদেশি সংস্থা

Aug 27, 2025 - 00:51
 7
বিসিসিআইয়ের টাইটেল স্পনসর হতে চলেছে বিদেশি সংস্থা

ড্রিম ইলেভেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয়েছে ভারতীয় বোর্ডকে।ফলে আচমকা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। এই পরিস্থিতিতে নয়া নয়া স্পনসর জোটাতে বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ করছে বিসিসিআই।সদ্যসমাপ্ত বাদল অধিবেশনে পাশ হওয়া ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অলনাইন গেমিং বিল’-র জন্য ভারতে বন্ধ হয়ে যাচ্ছে ড্রিম ইলেভেনের মতো গেমিং অ্যাপগুলো। ২০২৩ সালে ভারতীয় টিমের স্পনসর হিসেবে ড্রিম ইলেভেনের নাম ঘোষণা করে বিসিসিআই। ২০২৬ পর্যন্ত চুক্তি ছিল ড্রিম ইলেভেনের। প্রধান স্পনসর হিসাবে তিন বছরে ৩৫৮ কোটি টাকার চুক্তি ছিল দু’পক্ষে। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, “ড্রিম ইলেভেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে ভারতীয় বোর্ড। ভবিষ্যতেও যাতে এই ধরনের সংস্থার সঙ্গে চুক্তি না করা হয়, সেটাও দেখছে বোর্ড।” শোনা যাচ্ছে, দুই বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ করছে বোর্ড। স্পনসর হওয়ার জন্য টয়োটা মোটর কর্পোরেশন ও ফিনটেক স্টার্ট আপ সংস্থার সঙ্গে কথা বলছে বিসিসিআই। জাপানি বহুজাতিক মোটরগাড়ি প্রস্তুতকারক সংস্থার আজ বিশ্বজোড়া নাম। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ল্যান্ড ক্রুজার বা ফর্চুনার চড়েন, তাও এই সংস্থারই তৈরি। শোনা যাচ্ছে, টয়োটা ভারতীয় ক্রিকেটে আগ্রহী। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের জার্সি স্পনসর টয়োটা। এবার বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত হতে পারলে ক্রিকেট বিশ্বের বিগ থ্রি-র সঙ্গে চুক্তিবদ্ধ হবে ওই জাপানি সংস্থা।