বিজেপির নেতা খুনের ঘটনায় এবার ছোট ভাই গ্রেফতার

বিশ্ব সমাচার, বারুইপুর: বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায় তাঁর ছোট ভাইকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম সন্দীপ বিশ্বাস। মঙ্গলবার রাতে পুলিশ বারুইপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বারুইপুর উকিলপাড়ার মণ্ডল পাড়ায় নিজের বাড়িতে বাবা ও ছোট ভাইয়ের অত্যধিক মারধরে খুন হন বুথ সভাপতি রাজীব বিশ্বাস। সেই খুনের ঘটনায় সোমবার রাজীব বিশ্বাসের বাবা নিতাই বিশ্বাসকে গ্রেফতার করেছিল বারুইপুর থানার পুলিশ মঙ্গলবার রাজীব বিশ্বাসের ছোট ভাই সন্দীপ বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। সাংবাদিকদের কাছে সন্দীপ বিশ্বাস বলেন, দাদাকে আমি মারিনি। বাড়িতে দাদা অসুস্থ অবস্থায় পড়েছিল। তাই হাসপাতালে নিয়ে গেছিলাম। বুধবার বারুইপুর থানার পক্ষ থেকে ধৃত ব্যক্তিকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। নিজেদের হেফাজতে নেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন জানায় পুলিশ।