বাৎসরিক অনুষ্ঠান বারুইপুর রামনগর হাই স্কুলে

বিশ্ব সমাচার, বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর রামনগর হাই স্কুলের ১৭১ তম বাৎসরিক অনুষ্ঠান শুরু হলো শনিবার। এই স্কুলটিকে বারুইপুরের সবচেয়ে পুরনো স্কুল বলা যেতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সরদার, বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমনাথ চক্রবর্তী সহ স্কুলের প্রাক্তন শিক্ষক, শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটির সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জলন করেন এলাকার বিধায়ক বিভাস সরদার সহ অন্যরা। দু'দিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন ছিল বিশিষ্টজনদের উত্তরীয়, মেমেন্টো, স্কুলের ম্যাগাজিন ও পুষ্পস্তবক দিয়ে বিশিষ্টজন ও সাংবাদিককে সংবর্ধনা। সেই সঙ্গে স্কুলের এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী পড়ুয়াদের পুরস্কার বিতরণ করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপক এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। স্কুলের ছাত্রছাত্রীরা এদিন গান, নাচ, আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়। রবিবারও স্কুলের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবে। সেই সঙ্গে ম্যাজিক প্রদর্শিত হবে।
এলাকার বিধায়ক বিভাস সরদার বলেন, আগামী দিনে যাতে এই স্কুলের ছাত্রছাত্রীরা আরও ভালো রেজাল্ট করতে পারে, সেই কামনা করি।
স্কুলের প্রাক্তন শিক্ষক ও বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য অরবিন্দ মণ্ডল বলেন, তিনি এই স্কুলের প্রায় ৩৮ বছর শিক্ষকতা করেছেন। যখন স্কুলে শিক্ষক হয়ে আসেন, তখন স্কুলের চেহারা ছিল অন্যরকম। দোতলা থাকলেও টালির ঘর ছিল। চারিদিকে টিনের ঘরও ছিল। বর্তমানে সেই স্কুলের এতটাই উন্নতি হয়েছে যে তিনটি বড় বড় বিল্ডিং হয়েছে। অনুষ্ঠান করার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। পরীক্ষার ফলও ভালো হচ্ছে।