বারুইপুরের বিভিন্ন জায়গায় গণেশ পুজো
বিশ্ব সমাচার, বারুইপুর: গণেশ পুজো শুরু হয়েছে বুধবার থেকে। সাধারণত মহারাষ্ট্রের মুম্বাইতে খুব ধুমধাম সহকারে এই পুজো হয়ে থাকে। ভাবেই হয়। বাঙালির যেমন বড় প্রধান উৎসব দুর্গাপুজো, তেমনই মারাঠীদের প্রধান উৎসব গণেশ পুজো। এই গণেশ পুজো উপলক্ষে মুম্বইতে শিল্পপতিরা যেমন পুজো করেন, তেমনি ক্লাব, সংঘ, অভিনেতা, অভিনেত্রীরা নিজ নিজ এলাকায় ধুমধামের সঙ্গে পুজো করেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গণেশ পুজোর সংখ্যাও বাড়ছে। এখানে গণেশ পুজো সাধারণত চতুর্থ দিনে আরম্ভ হয় এবং পরের দিনই বিসর্জন হয়। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বিভিন্ন জায়গায় এই পুজো হচ্ছে। বারুইপুর উকিলপাড়ার ১৪ নম্বর ওয়ার্ড গণেশ পূজা কমিটির পুজো এবছর পঞ্চম বর্ষে পড়েছে। পুজোর উদ্বোধন করেন বারুইপুরের পৌরপ্রধান শক্তি রায়চৌধুরী। উপস্থিত ছিলেন বারুইপুর ৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন মণ্ডল, বারুইপুর ১৪ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সংগীতা মণ্ডল কয়াল, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, দক্ষিণ ২৪ পরগনা জেলা ছাত্র পরিষদের সভাপতি সৃজিত ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা। প্রায় ২০০ মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয় পুজো কমিটির পক্ষ থেকে।