বারুইপুরের প্রধান রাস্তায় টোটো চালাতে দেওয়ার দাবিতে বিক্ষোভ

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: কিছুদিন আগে বারুইপুর মেইন রোড থেকে বেশ কিছু বেআইনি টোটো আটক করেছিল পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে আগেই বারবার মাইকিং করে সতর্ক করা হয়েছিল, বারুইপুরের মেইন রোডে যেন টোটো না চলে। কিন্তু টোটো চালকরা সেই নিষেধাজ্ঞা মানেননি বলে পুলিশের অভিযোগ। বারুইপুর থানার অন্তর্গত গ্রাম পঞ্চায়েত ও পুরসভা এলাকার টোটো চালকদের রুজিরুটির জন্য একাধিক দাবিদাওয়া নিয়ে শুক্রবার টোটো অপারেটর্স ইউনিয়নের বারুইপুর ইউনিট কমিটির পক্ষ থেকে বারুইপুর থানা ও বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়।
মূলত তাঁদের দাবি, বারুইপুরের মেইন রোডে টোটো চালাতে বাধা দেওয়া থেকে প্রশাসনকে বিরত থাকতে হবে। যানজট এড়াতে প্রশাসনের নির্দেশ পালন করা হবে। অবিলম্বে বারুইপুর সমস্ত রাস্তায় টোটো চলাচলের ব্যবস্থা করতে হবে এবং লাইসেন্স দিতে হবে। রাস্তা যানজট মুক্ত করতে সর্বস্তরের পরিবহণ শ্রমিকদের সঙ্গে নিয়ে আলোচনায় বসার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। ট্রাফিক আইন মেনে কঠোর ব্যবস্থা নিতে হবে।
সংগঠনের পক্ষ থেকে সম্পাদক আকবর হোসেন, সভাপতি অলোক নস্কর সহ লাহেক আলি, ঘনশ্যাম অধিকারী ও হাসান মোল্লা ডেপুটেশন দেন। বারুইপুর মহকুমা শাসকের দপ্তর থেকে বারুইপুর থানা পর্যন্ত মিছিল করে থানাতে গিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয়।