বারুইপুরে গ্রেফতার বাংলাদেশি মহিলা, উদ্ধার আধার ও ভোটার কার্ড, বাংলাদেশের পরিচয়পত্র

Aug 13, 2025 - 21:06
 15
বারুইপুরে গ্রেফতার বাংলাদেশি মহিলা, উদ্ধার আধার ও ভোটার কার্ড, বাংলাদেশের পরিচয়পত্র

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: কিছুদিন আগে বারুইপুর থানার পুলিশ বারুইপুর পুরসভা পাঁচ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রভবনের সামনে থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে। বুধবার সকালে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ফের গ্রেফতার করা হয় আরেক বাংলাদেশি মহিলাকে। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ বারুইপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের ঋষি বঙ্কিমনগরের খ্রিস্টান পাড়া এলাকা থেকে শেখ সালমা বেগম নামে বছর পঁয়তাল্লিশের ওই বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করে। মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড সহ বাংলাদেশের পরিচয়পত্র। পরিচয়পত্রে বাংলাদেশের ঠিকানা রয়েছে জেলা দক্ষিণ নন্দনপুর, পোস্ট অফিস বেলফুলিয়া, বাংলাদেশ। কিন্তু আশ্চর্যের ব্যাপার বাংলাদেশের পরিচয়পত্রে ও ভারতীয় আধার কার্ডে দুই জায়গাতেই শেখ সালমা বেগমের স্বামীর নাম শেখ গোলাম মোস্তফা রয়েছে। প্রশ্ন উঠছে, শেখ সালমার স্বামীও কি তবে বাংলাদেশি? সেও কি এখানকার বাসিন্দা? ভারতবর্ষে দীর্ঘদিন থাকলেও বাংলাদেশে রীতিমতো যাতায়াত করত এই দম্পতি। যদিও ভীত মহিলা সাংবাদিকদের কাছে তা অস্বীকার করেছেন।