বারুইপুর বেগমপুরে প্রতিবাদ মিছিল ডঙ্কা হাতে বিধায়ক বিভাস সরদার

Nov 12, 2025 - 11:25
 7
বারুইপুর বেগমপুরে প্রতিবাদ মিছিল ডঙ্কা হাতে বিধায়ক বিভাস সরদার

প্রদীপ কুমার সিংহ, বারুইপুর: কিছুদিন আগে বিজেপি অভিযোগ করেছিল বেগমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মারধর করেছিল তৃণমূলের কর্মীরা । তারই প্রতিবাদে রবিবার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে বিধায়ক বিভাস সরদার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ২০০ কলোনি এলাকায় প্রতিবাদ মিছিল করে। জানা গিয়েছে, কিছু দিন আগে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল বিজেপির বিএলও ২ জনকে মারধোর করেছে।তার আইকার্ড ছিঁড়ে দেওয়া হয়েছে। এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে এবং এস আই আরের বিরুদ্ধে রবিবার ২০০ কলোনিতে তৃণমূলের প্রতিবাদ মিছিল হয়। এই মিছিলে হাজারেরও বেশি তৃণমূলের কর্মী সহ মতুয়ারা সামিল হয়েছিলেন।এই মহামিছিলে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার মতুয়াদের মালা পড়িয়ে সম্বর্ধনার পাশাপাশি এই মিছিলে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার মতুয়াদের সঙ্গে করতাল বাজিয়ে এই প্রতিবাদ সভায় শামিল হলেন। বারুইপুর পূর্বে বিধায়ক বিভাস সরদার বলেন, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সঙ্গে বাংলার মানুষ আছে। কোন মানুষকে এস আই আর থেকে বাদ দেওয়া যাবে না। বিজেপির মিথ্যে অপপ্রচার বন্ধ করতে হবে। যতদিন পর্যন্ত বন্ধ না করবে, আমরা রাস্তায় নেমে আন্দোলন করবো। মতুয়া সম্প্রদায় সবাই মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির সঙ্গে আছে। মহামিছিলে উপস্থিত ছিলেন, বারুইপুর ব্লক সহ-সভাপতি শ্যাম সুন্দর চক্রবর্তী সহ প্রায় এক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা।