বল বেছে নেওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাচ্ছে ইংল্যান্ড, ম্যাচ রেফারিকে অভিযোগ ভারতের

Jul 31, 2025 - 21:08
 10
বল বেছে নেওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাচ্ছে ইংল্যান্ড, ম্যাচ রেফারিকে অভিযোগ ভারতের

ওভাল টেস্ট শুরুর আগেই বল বিতর্ক চরমে পৌঁছল। বিতর্কের কেন্দ্রবিন্দু সেই ডিউক বল। আর তা নিয়ে এবার আইসিসি’র ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানিয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় শিবিরের অভিযোগ, বল বেছে নেওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাচ্ছে ইংল্যান্ড।লর্ডসে টেস্ট চলাকালীন দেখা গিয়েছিল, দ্বিতীয় নতুন বলের আকার ১০ ওভার পর থেকেই বদলে গিয়েছিল। ভারতকে যে বল দেওয়া হয়েছিল, তা ৩০-৩৫ ওভার পুরনো। পরিবর্ত বল দেওয়ার ক্ষেত্রে নিয়ম হল, যত ওভার খেলা হয়েছে, তত ওভার পুরনো বলই দিতে হবে। কিন্তু লর্ডসে আম্পায়াররা বলেছিলেন ১০ ওভার পুরনো কোনও বল সেই সময় ছিল না।দলের এক সূত্র সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, “লর্ডসে ১০ ওভার পর বলের আকার পরিবর্তিত হয়ে গিয়েছিল। এই সিরিজে এমন ঘটনা বারবার দেখা গিয়েছে। তবে আম্পায়ারদের কাছে সেদিন ১০ ওভার পুরনো বল ছিল না। সেই কারণে আরও পুরনো বলে খেলতে হয়েছিল আমাদের। এরপর ম্যাচটা কীভাবে বদলে গেল, তা স্কোরবোর্ড দেখলেই বোঝা যাবে। ওই সময় আমাদের বোলাররা কোনও সুইংই পায়নি। ইংল্যান্ড সহজেই রান করে গিয়েছে।”ভারতের দাবি, সঠিক বল না পেলে যে বলটিতে খেলা হচ্ছে সেই বলে খেলার অনুমতি দেওয়া হোক। ওই সূত্র মতে জানা গিয়েছে, “আসলে বল যখন পরিবর্তিত করা হয়, তখন তো বলা হয় না তা কত পুরনো। কিন্তু লর্ডসে আমাদের ৩০-৩৫ ওভার পুরনো বল দেওয়া হয়েছিল। আইসিসি’র এ ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত। অবিলম্বে এই নিয়মের বদল প্রয়োজন।”