ফুচকা দিয়ে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে কাকদ্বীপে

Sep 9, 2025 - 22:14
 179
ফুচকা দিয়ে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে কাকদ্বীপে

রবীন্দ্রনাথ সামন্ত, কাকদ্বীপ: শরতের মেঘ, কাশফুলের দোলা ও শিউলি ফুলের গন্ধ বয়ে নিয়ে এসেছে দেবী দুর্গার আগমনি বার্তা। প্রতি বছরের মতো এ বছরও শারদ উৎসবে ব্রতী হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ শহরের বর্ণালী সংঘের শারদ উৎসব কমিটির সদস্যরা। এবার এই পুজো ৬২ তম বর্ষে পদার্পণ করেছে। ২৬ হাজার ফুচকা দিয়ে আকর্ষণীয় ভাবে মণ্ডপ সাজিয়ে তোলার কাজ করছেন শিল্পী মহিম দাস। পুজো কমিটির সম্পাদক তন্ময় ধাড়া জানান, এবছর আমাদের ভাবনা প্রবচন। যার আক্ষরিক অর্থ লোকমুখে প্রচলিত নীতিমূলক উক্তি, যা মানব জীবনের দীর্ঘ অভিজ্ঞতার নির্যাস বহন করে এবং গভীর সত্যকে প্রকাশ করে। পুজো কমিটির সম্পাদক তন্ময় ধাড়া বলেন, বর্তমান সমাজে মানুষের জীবনযাত্রার জন্য সঠিক পথ বা দিশার সন্ধান করতে পারছেন না। তাই পুরনো দিনে মানুষ চলার পথে যে জ্ঞান উপলব্ধি করেছেন, সেগুলি প্রবচনের মাধ্যমে পুজো মণ্ডপের দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন বিপদে বন্ধু চেনা যায়, বুদ্ধি থাকলে উপায় হয়। পুজো মণ্ডপকে আকর্ষণীয়ভাবে সাজিয়ে তোলার জন্য উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে ফুচকা, ফোম, খড়, ছোলার ডাল, মসুরের ডাল, ছোলা ও মটরদানা, পোস্ত, সরষে দানা, ধানের তুষ, শুকনো লঙ্কা, কালো জিরে প্রভৃতি। তন্ময়বাবু আরও বলেন, অন্যান্য বছরে মতো এ বছরও পুজো মণ্ডপের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।