নয়া দিশা দেখিয়ে অর্থনীতিতে নোবেল পেলেন তিন গবেষক

Oct 13, 2025 - 18:39
 6
নয়া দিশা দেখিয়ে অর্থনীতিতে নোবেল পেলেন তিন গবেষক

সংবাদ সংস্থা ঃ ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য যৌথ ভাবে মনোনীত হয়েছেন জোয়েল মোকির, ফিলিপ অ্যাঘিয়ন এবং পিটার হাউইট। সোমবার অর্থনীতিতে নোবেলজয়ী তিন অর্থশাস্ত্রীর নাম ঘোষণা করল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। নোবেল কমিটি জানিয়েছে, যুগের দাবে মেনে সৃজনশীল অর্থনৈতিক উন্নয়নের ব্যাখ্যা দেওয়ার জন্য সম্মানিত হয়েছেন তিন অর্থনীতিবিদ। প্রযুক্তির নতুন উদ্ভাবন কী ভাবে অর্থনৈতিক বিকাশে সহায়ক হতে পারে তার দিশা দেখিয়েই তিন গবেষণ অর্থনীতিতে নোবেল পুরস্কার (যার পোশাকি নাম, সেভেরিজেস রিক্সব্যাঙ্ক পুরস্কার) পেয়েছেন বলেও জানিয়েছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।

নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, ‘‘উদ্ভাবন-চালিত আর্থিক বৃদ্ধি ব্যাখ্যা করার জন্য এ বছরের নোবেল প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার অর্ধেক মোকিরকে ‘প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে সুস্থিত বৃদ্ধির পূর্বশর্তগুলি’ চিহ্নিত করার জন্য’ এবং বাকি অর্ধেক যৌথ ভাবে অ্যাঘিয়ন এবং হাউইটকে ‘সৃজনশীলতা ধ্বংসের মাধ্যমে সুস্থিত বৃদ্ধি’র তত্ত্বের জন্য প্রদান করা হচ্ছে।