নামখানার হরিপুরের তৃতীয় ঘেরির মাটির রাস্তা বেহাল

Sep 15, 2025 - 22:48
 59
নামখানার হরিপুরের তৃতীয় ঘেরির মাটির রাস্তা বেহাল

শুভজিৎ শাসমল, নামখানা: দীর্ঘদিন ধরে মাটির রাস্তার বেহাল দশা। ক্ষুব্ধ এলাকাবাসী। স্বাধীনতার পর ৭৯ বছর কেটে গেলেও দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের তৃতীয় ঘেরির প্রায় তিন কিলোমিটার মাটির রাস্তায় এখনও পর্যন্ত ইট পাতা হয়নি। বর্ষা হলেই হাঁটুজল জমে যায় রাস্তার উপর। কাদা মেখে রাস্তায় চলাচল করতে হয় স্থানীয়দের। দিন দিন ক্ষোভ বাড়ছে তাদের। আশপাশের কয়েকটি গ্রামে যাতায়াতের মাধ্যম এই রাস্তা। 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগী ও স্থানীয় মানুষকে যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। শুধু প্রতিশ্রুতি মিলেছে। স্থানীয় নেতৃত্ব আসেন আর রাস্তা দেখে চলে যান। কাজের কাজ কিছুই হয় না। আমরা চাই দ্রুত রাস্তাটিতে ইট পাতা হোক। 

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ভবানী গিরি, হরিপ্রিয়া গিরিরা বলেন, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে এই রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে। বর্ষাকাল এলে এক হাঁটু কাদা ঘেঁটে আমাদেরকে যেতে হয়। আমরা বহুবার বহু জায়গায় জানিয়েছি। ফল হয়নি। যখন ভোট আসে, তখন নেতারা আসেন। যেই ভোট চলে যায়, তখন সমস্ত প্রতিশ্রুতি ভুলে যান।  

 হরিপুর গ্রাম পঞ্চায়েতের দেবব্রত মণ্ডল বলেন, রাস্তাটি ঠিক করা হবে। ডিসেম্বর মাসে ওয়ার্ক অর্ডার তৈরি হবে। আমরা কংক্রিটের রাস্তা তৈরি করে দেব।