নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

Aug 24, 2025 - 21:27
 896
নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

বিশ্ব সমাচার, কাকদ্বীপ : রবিবার সকালে গোবোদিয়া নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল ঢোলাহাট থানার পুলিস। মৃত ব্যক্তির নাম অশোক দাস (৬০)। বাড়ি কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের সুভাষ নগর এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার এই বিষয়ে হারউড পয়েন্ট কোস্টাল থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করেছিল। কিন্তু রবিবার সকালে নদী থেকে তাঁর মৃতদের উদ্ধার হয়। অশোক বাবুর পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে তিনি শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। যাওয়ার পথে কালনাগিনী নদীর উপর রেলের সেতু পারাপার হতে হয়। তিনি যখন সেতু পারাপার হচ্ছিলেন সেই সময় হঠাৎই ট্রেন চলে আসে। তখনই ভয়ে তিনি কালনাগিনী নদীতে ঝাঁপ মারেন। এই ঘটনা ওই এলাকার একজন স্থানীয় বাসিন্দা দেখেছিলেন। তিনি বিষয়টি জানানোর পর ওখানে খোঁজাখুঁজি শুরু হয়েছিল। কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত প্রায় ৩৬ ঘন্টা পর নদী থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। এদিন ময়নাতদন্তের জন্য মৃতদেহটি কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।