দ্বিতীয় দিনের শুরুতেই গুটিয়ে গেল টিম ইন্ডিয়া

Aug 1, 2025 - 21:01
 11
দ্বিতীয় দিনের শুরুতেই গুটিয়ে গেল টিম ইন্ডিয়া

ইংল্যান্ড পেসারদের সামনে খড়কুটোর মতো উড়ে গিয়ে টিম ইন্ডিয়ার ইনিংস শেষ হল মাত্র ২২৪ রানে। ভারতের শেষ চার উইকেট পড়ল মাত্র ৬ রানে।গত ম্যাচে সেঞ্চুরি করে হার বাঁচানো ওয়াশিংটন সুন্দরকে নিয়েও অনেক আশা ছিল। তিনি আউট হলেন ২৬ রানে। এরপর ‘আয়ারাম গয়ারাম’ অবস্থা হল টেল এন্ডারদের। মহম্মদ সিরাজ, আকাশ দীপ কোনও রান না করেই সাজঘরে ফিরলেন। এভাবেই দ্বিতীয় দিন শুরুর মাত্র ২৭ মিনিটের মধ্যে শেষ হয়ে গেল ভারতের ইনিংস। গাস অ্যাটকিনসন নিলেন ৩৩ রানে ৫ উইকেট। অ্যাটকিনসনের বলে ওভার্টনের হাতে ক্যাচ দিলেন ওয়াশিংটন সুন্দর। এরপর ভারতের ইনিংস শেষ হওয়াটা যেন ছিল কেবল সময়ের অপেক্ষা মাত্র। অ্যাটকিনসন ছাড়াও জোশ টং ৩টি এবং ক্রিস ওকস ১ উইকেট পেয়েছেন। ওভালে দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই বড়সড় ধাক্কা খেয়েছিল ইংল্যান্ড। চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ওকস। প্রথমদিনের খেলা চলাকালীন বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন তিনি। প্রথম দিন চোট পেয়ে মাঠ ছাড়ার আগে কেএল রাহুলের উইকেটও নেন ওকস। তবে, তাঁকে ছাড়া ভারতের বাকি চার উইকেট ফেলতে খুব বিশেষ কসরত করতে হল না ইংল্যান্ডের বাকি পেসারদের। পত্রিকাটি মুদ্রণে যাওয়ার আগে পর্যন্ত ইংল্যান্ডের রান ৩ উইকেটে ১৪২ রান।ক্রলি করেন ৬৪ রান। ডাকেট করেন ৪৩ রান। ইংল্যান্ড ৮২ রানে পিছিয়ে রয়েছে।