ডোভালের সঙ্গে বৈঠকে ভারতে আসছেন চিনের বিদেশমন্ত্রী

ভারতে আসছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। সূত্রের খবর, আগামী সপ্তাহেই তিনি পা রাখবেন দিল্লিতে। সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করবেন তিনি।সম্প্রতি এসসিও বৈঠকে যোগ দিতে চিনে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। পরে একই বৈঠকে যোগ দিতে বেজিং যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানে তিনি চিনা প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জনের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে, চিনের ভাইস প্রেসিডেন্ট হান ঝোং এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন জয়শংকর। সেখানে তিনি বার্তা দেন, “অশান্ত বিশ্বে ভারত-চিনের একে অপরের প্রতি সহযোগিতা ও মুক্ত আলোচনা হওয়া জরুরি।” ২০২০ সালে কোভিড অতিমারীর জেরে প্রভাব পড়েছিল দু’দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল, কৈলাস-মানস সরোবর যাত্রা এবং ভিসার উপর। পরবর্তীতে গালওয়ান সংঘাতের কারণে ভারত-চিন সম্পর্কের অবনতি ঘটে। এরপর একাধিকবার সামরিক স্তরে বৈঠক হয় দুই দেশের। অবশেষে চলতি বছর বেজিং-এর সবুজ সংকেতের পর শুরু হয়েছে কৈলাস-মানস সরোবর যাত্রা। এমনকী গত মাসে চিনা নাগরিকদের টুরিস্ট ভিসা দেওয়ার কথাও ঘোষণা করেছে ভারত। শুধু তাই নয়, আগামী মাস থেকে দু’দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবাও শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরান-ইজরায়েল সংঘাতের জেরে এমনিতেই আশান্ত হয়ে উঠেছে বিশ্ব। সেখানে উভয় দেশের সুবিধার জন্য চিনও চাইছে ভারতের সঙ্গে নতুন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী হয়েছে শি জিনপিংয়ের দেশ। প্রসঙ্গত, চিনের তিয়ানজিনে আয়োজিত এসসিও বৈঠকে যোগ দিতে আগামী ৩১ আগস্ট চিনে যাবেন মোদি। ১ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে থাকবেন। ২০২০ সালে গালওয়ান সংঘাতের পর এটাই হতে চলেছে মোদির প্রথম চিন সফর।