‘জনবহুল স্থান এড়িয়ে চলুন’, সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

Nov 12, 2025 - 11:36
 7
‘জনবহুল স্থান এড়িয়ে চলুন’, সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

দিল্লিতে এবার সতর্কবার্তা জারি করল মার্কিন দূতাবাস। ভারতে থাকা মার্কিন নাগরিকদের উদ্দেশে আমেরিকার দূতাবাসের তরফে বার্তা দিয়ে জানানো হয়েছে, ভারতে থাকা মার্কিন নাগরিকরা যেন লালকেল্লা, চাঁদনি চক ও আশেপাশের এলাকা ও জনবহুল স্থান এড়িয়ে চলেন।মঙ্গলবার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে জানানো হয়েছে, ‘স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের সামনে একটি গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়, তবে ভারত সরকার বেশ কয়েকটি রাজ্যে লাল সতর্কতা জারি করেছে।” এরপরই জানানো হয়, ‘গুরুতর এই পরস্থিতিতে মার্কিন নাগরিকরা লালকেল্লা, চাঁদনি চক ও আশেপাশের এলাকা ও জনবহুল এলাকা এড়িয়ে চলুন। পর্যটন এলাকায় বিশেষ সতর্কতা অবলম্বন করুন।’ পাশাপাশি মার্কিন বিদেশদপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর তরফে দিল্লি বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করে বিবৃতি জারি করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, “নয়াদিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যারা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার লিন্ডি ক্যামেরন বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘নয়াদিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা।’ শোকবার্তা জানিয়েছে শ্রীলঙ্কার দূতাবাসও।উল্লেখ্য, সোমবার সন্ধ্যা ৬টা ৫০ নাগাদ দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় সরকারিভাবে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে এই হামলা জঙ্গি হামলা কিনা সে বিষয়ে স্পষ্টভাবে কিছু না জানানো হলেও তদন্তের গতিপথ সে দিকেই ইঙ্গিত করছে। সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় ওই মারণ হামলার নেপথ্যে রয়েছে মাসুদ আজাহারের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ।