ছেলের আশায় বসে থেকে স্বামী চলে গেলেন না ফেরার দেশে, বিপাকে মা

Aug 19, 2025 - 22:46
Aug 21, 2025 - 12:49
 292
ছেলের আশায় বসে থেকে স্বামী চলে  গেলেন না ফেরার দেশে, বিপাকে মা

বিশ্ব সমাচার, বারুইপুর: মা দেখতে চেয়েছিলেন সোমবার পর্যন্ত তাঁর গুণধর ছেলে ফেরে কি না। ছেলে না ফিরলেও সোমবার স্বামী গোবিন্দ পুরকাইত চলে গেলেন না ফেরার দেশে। শেষকৃত্য সম্পন্ন করলেন প্রশাসনের লোকজন। মায়ের হাতে ৩০০ টাকা গুঁজে দিয়ে বারুইপুর স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে বৃদ্ধ বাবা ও মা কে ফেলে রেখে বেপাত্তা হয়েছিল গুণধর ছেলে। শারীরিক অসুস্থতায় ৭৫ বছরের গোবিন্দবাবুর মৃত্যু হয়। কিন্তু ছেলে ফেরেনি। স্বামীর মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হবে কীভাবে? সৎকার হবে কীভাবে? তা ভেবেই দিশেহারা হয়ে উঠেছিলেন বৃদ্ধা, ৬৯ বছরের কমলা পুরকাইত। 

দিনকয়েক আগে বৃদ্ধ বাবা-মাকে বারুইপুর স্টেশনের এক নম্বর প্লাটফর্মে ফেলে পালিয়ে গিয়েছিল গুণধর ছেলে। রেল পুলিশ বৃদ্ধ দম্পতির চিকিৎসার ব্যবস্থা করে। সম্প্রতি বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অসুস্থ বৃদ্ধের। ছেলের জন্য অপেক্ষায় না থেকে বৃদ্ধার সম্মতি নিয়ে সোমবার রাতে তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন বারুইপুর থানার পুলিশ এবং প্রশাসনের লোকজন।

দিন কয়েক আগে দেখা যায়, শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর প্লাটফর্মে পড়ে রয়েছেন এক বৃদ্ধ দম্পতি। নাম কমলা পুরকাইত ও গোবিন্দ পুরকাইত। গোবিন্দ বাবু যথেষ্ট অসুস্থ অবস্থায় পড়েছিলেন। কার্যত হাঁটাচলা করতে পারছিলেন না। কমলা পুরকাইত জানান, তাঁদের বাড়ি রায়চক এলাকায়। একমাত্র ছেলে জয়ন্ত পুরকাইত তাঁদের বারুইপুর স্টেশনের প্লাটফর্মে ফেলে রেখে চলে গিয়েছে। হাতে দিয়ে গিয়েছে মাত্র ৩০০ টাকা, কিছু শুকনো মুড়ি ও চানাচুর। সেই খেয়েই দিন গুজরান হচ্ছিল। তাঁদের কাছে থাকা টাকা ও মোবাইল বারুইপুর প্ল্যাটফর্ম থেকেই চুরি গিয়েছে। দিনতিনেক পরে ছেলে ফিরবে বললেও আর ফেরেনি বলেই দাবি। 

বিষয়টি জানতে পেরে রেলপুলিশ তাঁদের একটি হোমে পাঠায়। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁদের বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রবিবার মৃত্যু হয় বৃদ্ধের। সোমবার রাতে বারুইপুর থানার পুলিশ ও বারুইপুর পুরসভার কর্মীরা মিলে বারুইপুরের কীর্তনখোলা শ্মশানে বৃদ্ধের শেষকৃত্য সম্পন্ন করেন।