চন্দনপিড়ির অধ্যাপক গবেষণাপত্রের জন্য পুরস্কৃত

Aug 5, 2025 - 21:39
 512
চন্দনপিড়ির অধ্যাপক গবেষণাপত্রের জন্য পুরস্কৃত

শুভজিৎ শাসমল, নামখানা: বিজ্ঞান বার্তা এক্সিলেন্ট পুরস্কার পেলেন ড.শান্তনু বেরা। সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রাম চন্দনপিড়ির বাসিন্দা, যার তিনদিক সুন্দরিকা নদী দিয়ে ঘেরা আর লুথিয়ান বনাঞ্চল। আবার এই গ্রামটি বিখ্যাত তেভাগা আন্দোলনের জন্য। অহল্যা, বাতাসি, সরোজিনী এখানে জমি আন্দোলনে প্রাণ দিয়েছেন। এমন একটি জায়গায় মানুষকে নিত্য পরিবেশগত ও সামাজিক লড়াই করতে হয়। কিন্তু তার মধ্যেও মেধা জয় লাভ করে। এমনই একজন হলেন অধ্যাপক শান্তনু বেরা। পড়াশোনায় বরাবর মেধাবী শান্তনুবাবু। একসময় মাধ্যমিকে ব্লকের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন। তারপর সম্মানের সঙ্গে উচ্চ মাধ্যমিক এবং তারপর প্রাণিবিজ্ঞানে মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি লাভ করেন। সর্বভারতীয় নেট পরীক্ষাতেও কৃতিত্বের সঙ্গে পাশ করেন। কর্মসূত্রে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। কিন্তু সেই জায়গায় সীমাবদ্ধ না থেকে সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য তিনি পেশার বাইরেও দীর্ঘদিন ধরে কাজ করছেন। তাঁর গবেষণাপত্রের বেশিরভাগই মানুষের জীবন জীবিকা এবং অর্থনৈতিক উন্নয়নের দিক তুলে ধরা হয়েছে। দেশ-বিদেশের জার্নালে তাঁর প্রায় ৫০টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এবং বেশ কিছু বই তিনি লিখেছেন। রেডিও, দূরদর্শনে তিনি পরিচিত মুখ। কিছুদিন আগে ভারত গৌরব এবং টপ টেন অ্যাচিভার্স পুরস্কারে ভূষিত হয়েছেন। এবছর আরও একটি মুকুট ড. বেরার সাফল্যকে সম্মান জানিয়েছে। ভুবনেশ্বর অবস্থিত বিজ্ঞান বার্তা ফাউন্ডেশন ২০২৪-২৫ এর জন্য বিজ্ঞানবার্তা এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ঘোষণা করেছে। যার মধ্যে প্রাণী উৎপাদন এবং প্রতিপালন বিভাগে তাঁর সাফল্যের জন্য 'টিচিং এক্সিলেন্ট অ্যাওয়ার্ড' বিভাগ তাঁকে পুরস্কৃত করেছে। বিশেষ করে বিভিন্ন বেসরকারি সংগঠনের মাধ্যমে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং ব্যক্তিগত স্তরে সারা পশ্চিমবঙ্গের মানুষের আর্থ সামাজিক উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। ড.বেরার কথায়, এগুলি আমাকে আরও সামাজিক কাজে উদ্বুদ্ধ হতে সাহায্য করবে।