গিল-বুমরাহদের চোট কমাতে এবার ব্রঙ্কো টেস্ট শুরু গুরু গম্ভীরের

Aug 21, 2025 - 21:52
 8
গিল-বুমরাহদের চোট কমাতে এবার ব্রঙ্কো টেস্ট শুরু গুরু গম্ভীরের

গৌতম গম্ভীরের আমলে শুরু হতে চলেছে ফিটনেস পরীক্ষার জন্য ব্রঙ্কো টেস্ট।ভারতীয় দলের নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রো’র সুপারিশেই শুরু হচ্ছে এই নতুন টেস্ট। মূলত রাগবি খেলায় এই টেস্ট বেশ জনপ্রিয়। খেলোয়াড়দের অ্যারোবিক ক্ষমতা পরীক্ষা করা এবং কার্ডিওভ্যাসকুলার প্রক্রিয়া বাড়াতে খুবই উপযোগী এই ব্রঙ্কো টেস্ট। একটানা ১২০০ মিটার দৌড়তে হবে এই টেস্টের আওতায়। মাত্র ৬ মিনিটের মধ্যে এই পুরো দৌড় সম্পন্ন করে ফেলতে হবে। সূত্রের খবর, বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে ইতিমধ্যেই বেশ কয়েকজন প্রথমসারির ক্রিকেটার এই টেস্ট দিয়েছেন।জুন মাস থেকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন আদ্রিয়ান। তারপরেই ইংল্যান্ড সফরে গিয়ে একাধিক চোটসমস্যা দেখা দেয় ভারতীয় দলে। মূলত পেসাররাই কাহিল হয়ে পড়েন। ফলে প্রশ্ন ওঠে পেসারদের শক্তি বাড়ানো এবং ওয়ার্কলোড নিয়ে। কেবল জিম ভিত্তিক ট্রেনিং না করে এই ব্রঙ্কো টেস্টের মাধ্যমেও ক্রিকেটারদের ফিটনেস বাড়ানোর পরিকল্পনা করছে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্ট। বিশ্লেষকদের মতে, ইয়ো ইয়ো টেস্টের চেয়েও ব্রঙ্কো টেস্ট অনেক বেশি কঠিন।বর্তমানে ক্রিকেটারদের যতটা পরিমাণ সময় খেলায় দিতে হয়, সেকথা মাথায় রেখেই ফিটনেসে আরও বেশি জোর দেওয়ার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। নতুন ব্রঙ্কো টেস্ট সম্মতি রয়েছে কোচ গম্ভীরেরও। অর্থাৎ বিরাট যুগের ফিটনেস মন্ত্রে আর ভরসা রাখতে পারছে না টিম ইন্ডিয়া। এবার গম্ভীর জমানায় নতুন টেস্ট যাচাই করবে ক্রিকেটারদের ফিটনেসের মান।