গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখলেন সেচমন্ত্রী

Dec 7, 2025 - 07:00
 14
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখলেন সেচমন্ত্রী

বিশ্ব সমাচার, সাগর : গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে এলেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। শনিবার তিনি প্রথমে কাকদ্বীপের লট নম্বর আটে আসেন। এরপরই লঞ্চে করে মুড়িগঙ্গা নদীর ড্রেজিংয়ের কাজ ঘুরে দেখেন। গঙ্গাসাগর মেলার আগে নির্ধারিত দিনে ড্রেজিংয়ের কাজ সম্পূর্ণ করা যাবে কিনা আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। পরে কচুবেড়িয়া হয়ে তিনি গঙ্গাসাগরে যান। তাঁর সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন তিনি দপ্তরের আধিকারিকদের নিয়ে গঙ্গাসাগরের সমুদ্র সৈকত ঘুরে দেখেন। এরপরই বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। 

                এবিষয়ে সেচমন্ত্রী মানস ভুঁইয়া বলেন, "গঙ্গাসাগর মেলার প্রস্তুতি এখন জোর কদমে চলছে। মুড়িগঙ্গা নদীতে দিন রাত করে ড্রেজিংয়ের কাজও চলছে। চলতি মাসের শেষের দিকেই সব কাজ সম্পন্ন হয়ে যাবে। দপ্তরের আধিকারিকরা সেই ভাবেই কাজকর্ম করছেন। আশা রাখা যায় কোনও সমস্যা হবে না।"

                 এদিকে গঙ্গাসাগর মেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে, বাংলার বিভিন্ন মন্দিরের সঙ্গে এবছর অস্থায়ীভাবে পুরীর জগন্নাথ ও মহাকাল মন্দির গড়ে তোলা হবে বলে জানা গিয়েছে।