খেলার মাঠের পাশের জঙ্গল থেকে তাজা বোমা উদ্ধার, ঘটনায় চাঞ্চল্য
বিশ্ব সমাচার, বারুইপুর : খেলার মাঠের পাশের জঙ্গল থেকে তাজা বোম উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর থানার শংকরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চলে মিরপুর এলাকায়। জানা গিয়েছে, একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে তিনটি তাজা বোমা ছিল। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীরা খবর দেয় বারুইপুর থানার পুলিশকে। পরে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে যায়। সেখান থেকে তাজা বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, যেভাবে খেলার মাঠের পাশে জঙ্গলে বোমা গুলি রাখা হয়েছিল, তাতে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমা গুলি রেখেছিল পুলিশ তার তদন্ত শুরু করেছে।