‘কোহলির সঙ্গে তুলনাই ওর পতন ডেকে এনেছে', বাবরকে নিয়ে মন্তব্য শেহজাদের

Aug 13, 2025 - 21:21
Aug 13, 2025 - 21:25
 9
‘কোহলির সঙ্গে তুলনাই ওর পতন ডেকে এনেছে', বাবরকে নিয়ে মন্তব্য শেহজাদের

একটা সময় বারবার বিরাট কোহলির সঙ্গে তাঁর তুলনা টানা হত। পাক ক্রিকেটার আহমেদ শেহজাদ মনে করেন, এটাই বাবরের পতনের কারণ। তিনি মনে করেন, এই ধরনের তুলনা করাই উচিত নয়।শেহজাদের মন্তব্য, “সব কিছুই যখন ঠিকমতো চলছিল, সেই সময় অন্য খেলোয়াড়ের সঙ্গে তুলনা করে প্রচার চালানো হয়েছিল। এখন পারফরম্যান্সের গ্রাফ নিচের দিকে, সেই সময় বলা হচ্ছে, ‘দুই ক্রিকেটারের মধ্যে তুলনা কোরো না’। কেন নয়? কোহলির সঙ্গে বিশ্বের কারওর তুলনা চলে না। ও এই প্রজন্মের একজন কিংবদন্তি। একজন আদর্শ। এমনকী এমএস ধোনির সঙ্গেও তার তুলনা করা যাবে না। ধোনি একজন দুর্দান্ত অধিনায়ক ছিলেন। কিন্তু ব্যাটার, ক্রিকেটার এবং অ্যাথলিট হিসেবে কোহলি অদ্বিতীয়। তাই কারওর সঙ্গেই কারওর তুলনা করা উচিত নয়। কারণ এটা অন্যায্য। এতে একজন ক্রিকেটারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। যা আমরা এখন বাবর আজমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। বহুদিন ফর্মে নেই বাবর। দীর্ঘদিন সেঞ্চুরি পায়নি। কোহলির সঙ্গে তুলনাই ওর পতন ডেকে এনেছে।” ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজেও বাবরের অফ ফর্ম জারি ছিল। এরমধ্যে দ্বিতীয় ওয়ানডে’তে তিন বলে রানের খাতা না খুলেই সাজঘরে ফেরার পর সোশাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছিলেন পাক তারকা। এক নেটিজেন লেখেন, ‘১০০ রানের জন্য সেঞ্চুরি মিস করলেন বাবর।’ আরেক ইউজার লিখছেন, ‘জিম্বাবোয়ে নেই, নেপাল নেই। তাই বাবর আজম পার্টি করতে পারলেন না।’