‘কেউই অপরিহার্য নয়’, বুমরাহকে নিয়ে সাফ বার্তা গাভাসকরের
এশিয়া কাপে খেলতে চান বুমরাহ। যদিও বুমরাহ নিজেকে ‘ছাড়পত্র’ দিলেও সুনীল গাভাসকর মনে করিয়ে দিচ্ছেন, ‘কেউই অপরিহার্য নয়’।গাভাসকর বলেন “কেউ অপরিহার্য নয়। সেই জন্যই নির্বাচকদের ভাবতে হবে, বুমরাহকে কখন-কীভাবে খেলাব। এমনিতে ইংল্যান্ডে এই নিয়ে একপ্রস্থ বিতর্ক হয়েছে। বিশেষ করে ইংল্যান্ডের সবুজ উইকেটে ওকে খেলানো যেত কি না, সেই নিয়ে কথা উঠেছে। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই নিয়ে ভাবতে শুরু করেছে। কোনটা দেশের জন্য আর কোনটা প্লেয়ারের জন্য ভালো, এটা যেন গুলিয়ে না যায়।” তিনি আরও বলেন, “যদি ও ফিট থাকে, তাহলে অবশ্যই খেলা উচিত। আমি জানি না, ওর নিজের সিদ্ধান্ত না ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, কিন্তু এটা অবশ্যই বোঝা উচিত, কেউই দলের জন্য অপরিহার্য নয়। সেখানেই নির্বাচকদের জন্য কঠিন প্রশ্ন। কোনটা আগে? টেস্ট চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন নাকি কয়েকটা সাদা বলের টুর্নামেন্টে খেলায়। অক্টোবর-নভেম্বরে টানা টেস্ট আছে। তবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার টেস্টের মাঝে বিরতি রয়েছে। ফলে তার মাঝখানে বুমরাহকে বিশ্রাম দেওয়া যেতে পারে।” উল্লেখ্য, মঙ্গলবার, ১৯ আগস্ট রয়েছে এশিয়া কাপের দল নির্বাচন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, “বুমরাহ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, এশিয়া কাপে ওকে পাওয়া যাবে।”