ওভালে টেস্ট চলাকালীনই বুমরাহকে ‘ছাঁটাই’ ভারতীয় দলের

Aug 1, 2025 - 20:51
 17
ওভালে টেস্ট চলাকালীনই বুমরাহকে ‘ছাঁটাই’ ভারতীয় দলের

শুক্রবার ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হল জসপ্রীত বুমরাহকে।তাঁকে ছেড়ে দেওয়ার কথা সমাজমাধ্যমে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সিরিজ় শুরুর আগেই ঠিক ছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটে টেস্ট খেলবেন বুমরাহ। পাঁচটা টেস্টের ধকল নেওয়ার মতো অবস্থায় তিনি নেই। সেইমতোই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম, তৃতীয় এবং চতুর্থ টেস্ট খেলেন। গুরুত্বপূর্ণ পঞ্চম টেস্টে তাঁকে খেলানোর চেষ্টা করেছিল ভারতীয় শিবির। কিন্তু গৌতম গম্ভীরদের সেই চেষ্টা সফল হয়নি। চলতি সিরিজ়ে ভারতের আর কোনও খেলা নেই। তাই ওভাল টেস্টের মাঝেই বুমরাহকে দল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তিনটে টেস্টে ১৪টা উইকেট নিয়েছেন বুমরাহ। ইনিংসে দু’বার ৫ উইকেট নিয়েছেন।টানা টেস্ট ম্যাচ খেলার ধকল নিতে পারছেন না বুমরাহ। একটা টেস্ট ম্যাচের পর পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন হচ্ছে বিশ্বের অন্যতম সেরা জোরে বোলারের। গত অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টে বল করার সময় পিঠে নতুন করে চোট পেয়েছিলেন বুমরাহ। সিডনি টেস্টের দ্বিতীয় দিন সকালে মাঠ ছাড়তে হয় তাঁকে। মাঠ থেকে হাসপাতালে নিয়ে যেতে হয়। পিঠের চোটের জন্য খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফি। আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচেও বুমরাহকে পায়নি মুম্বই ইন্ডিয়ান্স। সেই চোটই ভোগাচ্ছে বুমরাহকে।