এক ওভারে ৪৫ রান তুলে অনন্য নজির আফগান ব্যাটারের

আফগান ব্যাটার উসমান গনির তাণ্ডবে পেশাদার ক্রিকেটে নতুন রেকর্ড তৈরি হল। এক ওভারে ৪৫ রান করে তিনি কায়েম করেছেন নয়া এক নজির। এমন কীর্তি আগে কখনও দেখা যায়নি।ম্যাচটি ছিল ইসিএস টি-১০ ইংল্যান্ড টুর্নামেন্টের। লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ছিল গিল্ডফোর্ড। লন্ডনের হয়ে নেমেছিলেন উসমান গনি। গিল্ডফোর্ডের হয়ে বল করতে আসা উইল এর্নির ওভারে রুদ্র মূর্তি ধারণ করেন গনি। তিনি এক ওভারে করেন ৪৫ রান।এর্নির ওই ওভারে উসমান ৫ ছক্কা এবং ৩ চার হাঁকিয়ে ৪২ রান তোলেন উসমান। ওভারের পরিসংখ্যানটি ছিল ৬+নো বল, ৬, ৪+ওয়াইড, ৬, ৪+নো বল, ৬, ০, ৬, ৪। অর্থাৎ এই হিসেবে মোট ৪৫ রান ওঠে এর্নির ওভারে। এর আগে এক ওভারে এত রান কখনও ওঠেনি। পেশাদার ক্রিকেটে এর্নির ওভারই সবচেয়ে ব্যয়বহুল হয়ে রইল।৪৩ বলে ১৫৩ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন উসমান। ১৭টি ছয় এবং ১১টি চার দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। স্ট্রাইক রেট ৩৫৫.৮১। উসমানের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে লন্ডন কাউন্টি ১০ ওভারে ২২৬ রানের পাহাড় গড়ে। জবাবে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি করতে পারেনি গিলফোর্ড। ৭১ রানে জিতে মাঠ ছাড়েন উসমানরা।