অষ্টমীর দিন ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথদুর্ঘটনা, মৃত্যু হল এক গৃহবধূর

Sep 30, 2025 - 21:46
 150
অষ্টমীর দিন ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথদুর্ঘটনা, মৃত্যু হল এক গৃহবধূর

সংবাদদাতা নামখানা : অষ্টমীর দিন ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে, নামখানা থানার চন্দ্রনগর এলাকায়। মৃত গৃহবধূর নাম লক্ষ্মী দাস মান্না (৩২)। বাড়ি কাকদ্বীপের অক্ষয়নগর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর নাগাদ নামখানার দিক থেকে একটি অ্যাম্বুলেন্স বকখালির দিকে যাচ্ছিল। সেই সময় ওই অ্যাম্বুলেন্সটি একটি বাইকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাইক থাকা গৃহবধূ লক্ষ্মী দেবী, তাঁর দুই মেয়ে ও স্বামী ছিটকে পড়েন। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের উদ্ধার করে দ্বারিকনগর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক লক্ষী দেবীকে মৃত বলে ঘোষণা করেন। তবে বাকি তিনজনের আঘাত গুরুতর না হওয়ায়, তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে পুলিশ চালক সহ ঘাতক এম্বুলেন্সটিকে আটক করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।