অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের মিছিল বারুইপুরে

Sep 9, 2025 - 22:04
 5
অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের মিছিল বারুইপুরে

বিশ্ব সমাচার, বারুইপুর: বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর বাংলাদেশি তকমা লাগিয়ে নির্মম আক্রমণ, দুর্নীতি ও সাম্প্রদায়িকতার প্রতিরোধ এবং বেকারের কাজ, সমস্ত শূন্যপদে স্থায়ী নিয়োগ, বাইক, অসংগঠিত শ্রমিকদের সামাজিক প্রকল্পে অন্তর্ভুক্তি করা ও মাদক পাচার রোখা, সেই সঙ্গে সুন্দরবনের নদী ও বনজ সম্পদকে কাজে লাগিয়ে শিল্প স্থাপনের দাবিতে বারুইপুরের এসডিও দপ্তরে যুব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এইসব দাবিতে বারুইপুর রেল ময়দান থেকে বারুইপুর এসডিও অফিস পর্যন্ত মিছিল বেরোয়। অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের বারুইপুর শাখার সম্পাদক দয়ালচাঁদ সরদার বলেন, এই মিছিলে কুলতলি, জয়নগর ,বারাসত, চরণ থেকে বহু মানুষ এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মিছিল শেষে বারুইপুর মহকুমার শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয়। পরে সংগঠনের কয়েকজন সদস্য মহকুমা শাসকের কাছে গিয়ে স্মারকলিপি জমা দেন।