অভিষেকের পাঠানো শারদীয়া উপহার পেয়ে খুশি ডায়মন্ড হারবারের পুজো উদ্যোক্তারা
হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার:
শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ডায়মন্ড হারবারের পুজো কমিটিগুলোর হাতে হাতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো উপহার তুলে দিলেন ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক সামিম আহমেদ ও ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার। বুধবার বিকালে ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে এই উপহার দেওয়া হয়।
২০১৪ সাল থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি বছর দুর্গোৎসবের আগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পুজো কমিটিগুলোর হাতে উপহার তুলে দেন। এ বছরও অভিষেকের পাঠানো উপহার তুলে দেওয়া হয়। তৃণমূল পর্যবেক্ষক সামিম আহমেদ জানান, প্রতি বছরের মতো এবছরও ২৭৬টি পুজো কমিটির হাতে অভিষেকের উপহার তুলে দেওয়া হয়।