অবশেষে দেশে ফিরছেন বীরভূমের সোনালি বিবি ও তাঁর নাবালক সন্তান

Dec 6, 2025 - 09:46
 15
অবশেষে দেশে ফিরছেন বীরভূমের সোনালি বিবি ও তাঁর নাবালক সন্তান

দীর্ঘ ছয় মাসের আইনি লড়াই, প্রশাসনিক দৌত্য ও মানসিক যন্ত্রণার পর অবশেষে স্বস্তির নিশ্বাস বীরভূমের মুরারইতে। বাংলাদেশে আটকে থাকার পর শুক্রবার সন্ধ্যায় নিজের দেশে ফিরতে রওনা দিয়েছেন সোনালি বিবি ও তাঁর নাবালক সন্তান।

সূত্রের খবর, বৃহস্পতিবার মালদার মহদীপুর সীমান্ত দিয়ে তাঁদের ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। এরপর প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাই সম্পন্ন করে গতকাল শুক্রবার তাঁদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

জানা গিয়েছে, বাংলাদেশে সোনালি-সহ মোট ছয়জন ভারতীয় নাগরিককে মুক্তি দিয়েছে কর্তৃপক্ষ। তবে আপাতত সীমান্ত পেরিয়ে ফিরছেন শুধুমাত্র সোনালি ও তাঁর সন্তান। বাকি চারজনের নথি যাচাই ও আনুষঙ্গিক প্রক্রিয়া এখনও চলছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

সোনালি বিবির বাড়ি বীরভূমের মুরারই এলাকায়। পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরেই তাঁদের নিরাপদ প্রত্যাবর্তনের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে পরিবারের সেই প্রতীক্ষার অবসান ঘটল।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা, পরবর্তী আইনি প্রক্রিয়া ও বাড়ি পৌঁছে দেওয়ার সমস্ত দায়িত্ব প্রশাসনই দেখবে।

এই প্রত্যাবর্তনে স্বস্তির হাওয়া মুরারই–সহ গোটা বীরভূম জেলায়। পরিবারও আশাবাদী—এবার হয়তো সত্যিই দুর্দিন কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সোনালি বিবি ও তাঁর সন্তান।