২৯২৯ কোটি টাকার জালিয়াতি! মামলা অনিল আম্বানির বিরুদ্ধে

Sep 11, 2025 - 00:43
 4
২৯২৯ কোটি টাকার জালিয়াতি! মামলা অনিল আম্বানির বিরুদ্ধে

সংবাদ সংস্থা ঃ ২৯২৯ কোটি টাকার প্রতারণার অভিযোগে সম্প্রতি আম্বানি এবং আর কমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই। এবার ইডিও ওই জালিয়াতির তদন্ত শুরু করল।স্টেট ব্যাঙ্ক আগেই জানিয়েছিল, বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৩১,৫৮০ কোটি টাকা ঋণ নিয়েছে আর কম এবং আম্বানি। সেই ঋণের বেশিরভাগটাই পরিশোধ করা হয়নি। এই অর্থ ‘জটিল’ পথে ঋণের শর্ত ভেঙে গোষ্ঠীর বিভিন্ন সংস্থার কাছে পাঠানো হয়েছে। এরপর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানায়, তারা রিলায়েন্স কর্ণধারের কাছে ৭২৪.৭৮ কোটি টাকা পায়। স্টেট ব্যাঙ্ক আগেই অনিল আম্বানিকে ‘প্রতারক’ তকমা দিয়েছে। একই ভাবে আর কমের প্রাক্তন কর্ণধারকে ‘প্রতারক’ তকমা দিয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ বরোদাও। সব মিলিয়ে একাধিক ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ এনেছে আর কম কর্তার বিরুদ্ধে। তবে তাঁর বিরুদ্ধে ইডি নতুন করে মামলা করল এসবিআইয়ের করা অভিযোগের ভিত্তিতে।অনিল আম্বানির সংস্থা আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। অনিলের বিরুদ্ধে সব মিলিয়ে ১৭ হাজার কোটি টাকার তছরুপের অভিযোগ রয়েছে। কার্যত গলা পর্যন্ত ঋণে ডুবে আর কমের প্রাক্তন কর্ণধার।