২২ গজকে বিদায় পুজারার, শুভেচ্ছায় ভরালেন শচীন-গম্ভীর-গাভাসকররা

Aug 24, 2025 - 21:10
 7
২২ গজকে বিদায় পুজারার, শুভেচ্ছায় ভরালেন শচীন-গম্ভীর-গাভাসকররা

২২ গজে আর দেখা যাবে না তাঁকে। রবিবার সকালেই অবসর নিলেন চেতেশ্বর পূজারা।রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া জায়গায় ভারতীয় দলকে ভরসা জুগিয়েছিল তাঁর চওড়া ব্যাট। সেই পূজারাকে শুভেচ্ছা জানালেন শচীন তেণ্ডুলকর থেকে টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর।এক্স হ্যান্ডেলে শচীন লেখেন, ‘পূজারা, তিন নম্বরে ভরসা ছিলে। তোমাকে দেখে স্বস্তি পেতাম। প্রত্যেকবার মাঠে নেমে শান্তি, সাহস এবং টেস্ট ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা এনে দিয়েছ। তোমার মজবুত টেকনিক, ধৈর্য আর চাপের মুখে স্থিরতা দলের স্তম্ভ ছিল। ২০১৮ সালের অস্ট্রেলিয়া সিরিজ জয় বিশেষভাবে মনে রাখার মতো কৃতিত্ব। তোমার এই কীর্তি অবিস্মরণীয়। যা তোমার দৃঢ়তা ছাড়া অসম্ভব ছিল। অসাধারণ কেরিয়ারের জন্য অনেক অভিনন্দন। জীবনের নতুন অধ্যায়ে শুভকামনা। দ্বিতীয় ইনিংস উপভোগ করো।’ অন্যদিকে, পূজারার বিদায়ে বার্তা দিয়েছেন ভারতের কোচ গৌতম গম্ভীরও। তিনি লিখেছেন, ‘যখন ঝড় এসেছিল, তখন ও সামনে ছিল। যখন আশার আলো নিভে গিয়েছিল, তখন ও লড়েছিল।’ বীরেন্দ্র শেহওয়াগ লিখেছেন, ‘অসাধারণ টেস্ট কেরিয়ারের জন্য অভিনন্দন। তোমার লড়াই, তাগিদ, পরিশ্রম অনুপ্রেরণা জোগাবে। যা অর্জন করেছ, তার জন্য গর্বিত।’ তাছাড়াও পূজারাকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক শুভমান গিল।যুবরাজ লেখেন, ‘পূজারা এমন একজন যিনি দেশের জন্য তার মন, শরীর এবং আত্মা উৎসর্গ করেছিলেন! অসাধারণ কেরিয়ারের জন্য অনেক অভিনন্দন পুজি।’ ভিভিএস লক্ষ্মণের কথায়, ‘পূজারাকে প্রথম দেখার পরই বুঝেছিলাম, ওর মধ্যে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে পারফরম্যান্সে রূপান্তরিত করেছে ও। যা দেখতে পাওয়া সত্যিই অনুপ্রেরণার। ওর সাহস, দৃঢ়তা এবং দৃঢ় সংকল্প ব্যতিক্রমী। গাব্বায় শারীরিক আঘাত সহ্য করে টেস্ট জিতেছিল। জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা।’ প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর সংবাদমাধ্যমকে বলেন, “একজন সনাতনী স্কুলের ক্রিকেটার হিসাবে ভারতকে সবার উপরে রেখেছে ও। শরীরে প্রচুর আঘাত খেয়েও কখনও পিছিয়ে যায়নি। আশা করি, ভারতীয় ক্রিকেট তার অভিজ্ঞতা এবং দক্ষতা ব্যবহার করবে। তরুণ উদীয়মান ক্রিকেটাররা এখান থেকে শিখতে পারে।”