২০ বছর পর জুনিয়র এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করল অনূর্ধ্ব-২০ ভারতীয় মহিলা দল

Aug 10, 2025 - 21:51
 4
২০ বছর পর জুনিয়র এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করল অনূর্ধ্ব-২০ ভারতীয় মহিলা দল

২০ বছর পর এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করল অনূর্ধ্ব-২০ ভারতীয় মহিলা দল। রবিবার ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে আয়োজক দেশ মায়ানমারকে ১-০ গোলে হারিয়েছে ভারত। এই জয়ের পর ইতিহাস সৃষ্টি করেছেন ব্লু টাইগ্রেসরা।এদিন গ্রুপ ডি’র ম্যাচের ২৭ মিনিটে ভারতের হয়ে জয়সূচক গোল করেন পূজা। এই জয়ের ফলে গ্রুপে শীর্ষস্থান দখল করেছে ভারত। ২০২৬ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপ। সেই মেগা টুর্নামেন্টে খেলবে অনূর্ধ্ব-২০ ভারতীয় মহিলা দল।ভারতীয় মেয়েরা শেষবার জুনিয়র মহিলা এশিয়ান কাপে খেলেছিল ২০০৬ সালে। প্রসঙ্গত, জুনিয়র ভারতীয় মহিলা দলের যাত্রা শুরু হয় ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে। এরপর তুর্কমেনিস্তানকে বিরুদ্ধে ৭-০ ব্যবধানে উড়িয়ে দেয় তারা। সেই ম্যাচে অধিনায়ক শুভাঙ্গী সিং ও উইঙ্গার সুলঞ্জনা রাউল দু’টি করে গোল করেছিলেন। এছাড়াও শিবানী দেবী নংমেইকাপাম, থোইবিসানা চানু তোইজাম এবং পূজা একটি করে গোল পেয়েছিলেন।রবিবার নিষ্পত্তিমূলক ম্যাচে মায়ানমারকে হারিয়েছে ভারতীয় মেয়েরা। পূজার জোরালো শটেই বাজিমাত করে ভারত। তাতেই জুনিয়র এশিয়ান কাপের দরজা খুলে যায় ব্লু টাইগ্রেসদের সামনে।