'সুদর্শন চক্র’ গুঁড়িয়ে দিয়েছিল ৫ পাক যুদ্ধবিমানকে, দাবি বায়ুসেনা প্রধানের

Aug 10, 2025 - 07:14
 5
'সুদর্শন চক্র’ গুঁড়িয়ে দিয়েছিল ৫ পাক যুদ্ধবিমানকে, দাবি বায়ুসেনা প্রধানের

অপারেশন সিঁদুরে ভারতের আকাশসীমা রক্ষার কাজে মূল হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে এস-৪০০ সুদর্শন চক্র। সেই এয়ার ডিফেন্স সিস্টেম সেই সময় পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমানকে গুঁড়িয়ে দিয়েছিল, শনিবার এমনটাই দাবি করলেন বায়ুসেনা প্রধান এপি সিং।এদিন তিনি বলেন, ”আমাদের এয়ার ডিফেন্স দুরন্ত কাজ করেছে। এস-৪০০ সিস্টেম, যেটা আমরা সম্প্রতি মোতায়েন করেছিলাম সেটা খেলা ঘুরিয়ে দিয়েছিল। ওই সিস্টেমের শক্তি ওদের বিমানগুলিকে সত্যিই দূরে রেখেছিল। যেমন ওদের কাছে থাকা দূরপাল্লার গ্লাইড বোমাগুলির মতো অস্ত্রকে ওরা ব্যবহারই করতে পারেনি। কারণ এই সিস্টেমটাকে ওরা ভেদই করতে সক্ষম হয়নি।” তাঁর দাবি, পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমানের পাশাপাশি একটি বড় পাক বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগেই সেনা সূত্রের খবর ছিল, পাকিস্তানের হামলা সর্বতোভাবে ব্যর্থ করেছে ভারতের ইউএএস গ্রিড এবং এয়ার ডিফেন্স সিস্টেম। ভারতের আকাশসীমা রক্ষার কাজে মূল হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে এস-৪০০ সুদর্শন চক্র। পাকিস্তান যে ড্রোন এবং মিসাইলগুলি দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল, সেগুলি কার্যত ধ্বংস হয়েছে ওই সুদর্শন চক্রের প্রভাবে। অমৃতসর-সহ একাধিক শহরে পাক ড্রোন এবং মিসাইলের ধ্বংসাবশেষও পাওয়া গিয়েছিল। বিনা প্ররোচনায় পাকিস্তানের এই হামলাকে কার্যত যুদ্ধাপরাধ হিসাবে বিবেচনা করেছে নয়াদিল্লি। সঙ্গে সঙ্গেই যার উপযুক্ত এবং পরিমিত প্রত্যাঘাত করা হয়েছে ভারতীয় সেনার তরফেও। এদিন ফের বায়ুসেনা প্রধান দাবি করলেন, কীভাবে সুদর্শন চক্র গুঁড়িয়ে দিয়েছে পাক যুদ্ধবিমানকে।