সাইকোলজি, নিউট্রিশন পড়ানো যাবে না মুক্ত-দূরশিক্ষা মাধ্যম ও অনলাইনে, নির্দেশ ইউজিসির

Aug 27, 2025 - 00:45
 3
সাইকোলজি, নিউট্রিশন পড়ানো যাবে না মুক্ত-দূরশিক্ষা মাধ্যম ও অনলাইনে, নির্দেশ ইউজিসির

২০২৫ অর্থাৎ চলতি শিক্ষাবর্ষ থেকেই স্বাস্থ‌্য পরিষেবা (হেলথ কেয়ার) ও সংশ্লিষ্ট বিষয়গুলি মুক্ত-দূরশিক্ষা মাধ‌্যম এবং অনলাইনে আর পড়ানো যাবে না। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই মর্মে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ‌্যালয় মঞ্জুরি কমিশন তথা ইউজিসি। ন‌্যাশনাল কমিশন ফর অ‌্যালায়েড অ‌্যান্ড হেলথকেয়ার প্রফেশনস (এনসিএএইচপি) অ‌্যাক্ট, ২০২১-এর আওতায় যে যে কোর্স তথা বিষয় ইউজিসি-র এই সাম্প্রতিক নির্দেশের তালিকায় পড়ছে, সেগুলি হল–সাইকোলজি, মাইক্রোবায়োলজি, ফুড অ‌্যান্ড নিউট্রিশন সায়েন্স, বায়োটেকনোলজি, ক্লিনিক‌্যাল নিউট্রিশন এবং ডায়েটেটিক্স।এই প্রসঙ্গে ইউজিসি-র সচিব মণীশ যোশী জানিয়েছেন, ‘‘কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেই জুলাই-আগস্টের অ‌্যাকাডেমিক সেশন থেকে এনসিএএইচপি অ‌্যাক্ট, ২০২১-এর আওতাভুক্ত এই বিষয়গুলি আর মুক্ত-দূরশিক্ষা মাধ‌্যম বা অনলাইনে পড়ানো যাবে না। যদি আগে থেকে কোনও প্রতিষ্ঠানকে এই বিষয়গুলি নিয়ে বিভিন্ন কোর্সে পড়ানোর অনুমোদন দেওয়া হয়ে থাকে এই জুলাই-আগস্ট ২০২৫ সেশন থেকে, সে ক্ষেত্রেও তা প্রত‌্যাহার করে নেওয়া হবে ইউজিসি থেকে।’’ এর অর্থ এই যে, এতদিন যে সমস্ত প্রতিষ্ঠান হেলথ কেয়ার অ্যান্ড অ্যালায়েড বিষয়ে দূর ও মুক্তশিক্ষা মাধ্যম বা অনলাইনে নানা ধরনের কোর্স করাত, এবার তাদের তা বন্ধ করতে হবে। জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে ২৪-তম ডিসট‌্যান্ট এডুকেশন ব্যুরো ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এই সংক্রান্ত সুপারিশ করা হয়েছিল। পরে সাম্প্রতিক আরও একটি বৈঠকে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।