‘যে কোনও দলকে হারাতে পারি’, ভারতকে হুঁশিয়ারি পাক অধিনায়কের

Sep 13, 2025 - 22:29
 4
‘যে কোনও দলকে হারাতে পারি’, ভারতকে হুঁশিয়ারি পাক অধিনায়কের

ওমানকে হারিয়ে ভারতকে একরকম হুঁশিয়ারি দিয়ে রাখলেন পাকিস্তান অধিনায়ক সলমন আঘা।শুক্রবার ওমানের বিরুদ্ধে জয়ের পর আত্মবিশ্বাসী আঘা। পাক অধিনায়ক বলেছেন, ‘‘গত দু’-তিন মাস ধরে আমরা বেশ ভাল ক্রিকেট খেলছি। আমি কথাটা বার বার বলছি। ত্রিদেশীয় সিরিজ় জেতার পর এশিয়া কাপের প্রথম ম্যাচেও সহজ জয় পেয়েছি আমরা। এ রকমই ভাল ক্রিকেট খেলতে চাই। পরিকল্পনা অনুযায়ী খেললে যে কোনও দলকে হারাতে পারি আমরা।’’ পাকিস্তানের অধিনায়ক বুঝিয়ে দিয়েছেন, ভারতকে তাঁরা গুরুত্ব দিলেও বাড়তি সমীহ করছেন না। পর পর ম্যাচ জেতায় দলের সকলে যথেষ্ট আত্মবিশ্বাসী। ইতিবাচক মানসিকতা নিয়েই সূর্যকুমারদের বিরুদ্ধে মাঠে নামবেন তাঁরা। যদিও ওমানের বিরুদ্ধে পাকিস্তানের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে। মহম্মদ হ্যারিস (৪৩ বলে ৬৬) ছাড়া আর কেউ ভাল রান করতে পারেননি। ওমানের বোলিং আক্রমণের সামনে আঘার দলের পাঁচ ব্যাটার দু’অঙ্কের রান করতে পারেননি। ওপেনার সাইম আয়ুব এবং আঘা নিজে শূন্য রানে আউট হয়েছেন। ওমানকে অলআউট করতেও ১৬.৪ ওভার খরচ করতে হয়েছে পাক বোলারদের।সংযুক্ত আরব আমিরশাহিকে ৯ উইকেটে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছেন সূর্যকুমারেরা। পাকিস্তান তাদের প্রথম ম্যাচ জিতেছে ৯৩ রানে। আজ মুখোমুখি হবে দু’দল। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এবং পাকিস্তান শেষ বার মুখোমুখি হয়েছিল গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে।