মথুরাপুরের স্কুলে মিড-ডে মিলে পড়ুয়াদের পাতে পড়ল ইলিশ

সানওয়ার হোসেন, রায়দিঘি: নিত্যদিনের খিচুড়ি অথবা সাদা ভাত, সিদ্ধ ডিম নয়তো সয়াবিনের তরকারি। কোনও কোনও দিন সেদ্ধ ডিমের বদলে ডিমের ঝোল অথবা সব্জির ঘ্যাঁট। মিড-ডে মিলের একঘেয়ে এই খাবারের বাইরে এবার পাতে দেওয়া হল ইলিশ। মথুরাপুর ২ নং ব্লকের উলুবাড়ি বেড়মাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মেনুতে ছিল খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা, ইলিশ ভাজা আর মিষ্টি।
স্কুলের এক ছাত্রী অনুশ্রী বৈদ্য জানিয়েছে, ইলিশ পেয়ে সবাই খুব খুশি। বিভা হালদার নামে এক অভিভাবক জানিয়েছেন, তিনি আশেপাশের স্কুলের কোথাও এমন জিনিস দেখেননি। স্কুলের প্রধান শিক্ষকের উদ্যোগে মিড-ডে মিলের পাতে ইলিশ পড়ায় সাড়া পড়ে গিয়েছে এলাকায়।
এই স্কুলটি সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় অবস্থিত। প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী এবং তিনজন শিক্ষক। স্কুলের প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার নিজের উদ্যোগেই এই কাজ করেছেন। মিড ডে মিলে ইলিশ দেওয়া নিয়ে তিনি জানিয়েছেন, স্কুলটি সুন্দরবন এলাকায়। এখানে রায়দিঘি ঘাট থেকে ইলিশ উঠে বাইরে রফতানি হয়। কিন্তু এই এলাকার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে প্রান্তিক এলাকার মানুষজন ইলিশ খেতে পায় না। তাই ছাত্রছাত্রীদের মিড-ডে মিলের একঘেয়েমি কাটাতে এই ব্যবস্থা করেছেন তিনি। প্রায় ৬০০-৭০০ গ্রাম সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছেন তিনি। আগামী দিনেও সময় ও সুযোগ পেলে এভাবেই পড়ুয়াদের পাতে ইলিশ পাতে দেবেন।