ভোটাধিকার নয়, ওটা অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা, তোপ শাহের

Aug 29, 2025 - 21:41
 6
ভোটাধিকার নয়, ওটা অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা, তোপ শাহের

ভোটাধিকার যাত্রা নয়, ওটা অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা চলছে, বিরোধীদের ভোটাধিকার যাত্রাকে এভাবেই তুলোধোনা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।অসমের গুয়াহাটিতে নয়া রাজভবন উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে রাহুল গান্ধীকে তোপ দেগে শাহ বলেন, “রাহুল গান্ধী দেশে ঘৃণা ও কুকথার রাজনীতির শুরু করেছেন। উনি নিম্নস্তরের এক রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে বিহারে। এই কর্মসূচি আসলে অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা।” প্রধানমন্ত্রী ও তাঁর মায়ের নামে কুকথার তীব্র নিন্দা করেন অমিত শাহ। জানান, “কংগ্রেস যত কুকথা বলবে, বিজেপি তত জিতবে।” এদিন রাহুলকে বিঁধে শাহ বলেন, “দু’দিন আগে যা হয়েছে তাতে সকলেই দুঃখিত। মোদিজির মা নিজে অত্যন্ত সাধারণ জীবনযাপন করে ছেলেকে বিশ্বমঞ্চে একজন বিশ্বাসী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এমন একজন মানুষকে কুৎসিত ভাষায় আক্রমণ, দেশের মানুষ সহ্য করবে না। নিজের রাজনৈতিক জীবনে এর থেকে নীচে নামা কারওর পক্ষে সম্ভব নয়। আমি এর নিন্দা করছি।”