ব্যাগে বন্দুক আছে বলে ব্যবসায়ীকে মারধর, সাড়ে ১২ লক্ষ টাকা ছিনতাই বারুইপুরে, ধৃত ১
প্রদীপকুমার সিংহ, বারুইপুর: যত দিন যাচ্ছে, তত বিভিন্ন কায়দায় চুরি, ছিনতাই বেড়ে যাচ্ছে। এবার ছিনতাইয়ের ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। বুধবার বিকেলে বারুইপুর-ক্যানিং রোডে ছোয়ানি এলাকায় রাস্তার পাশেই হোটেলে খাবেন বলে বাইক দাঁড় করিয়েছিলেন ভাঙড়ের ধান ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লা। সঙ্গে আরও দুই সঙ্গী ছিলেন। হঠাৎই সেখানে দুই ব্যক্তি আসে ও ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লার কাঁধে থাকা কালো ব্যাগটি ধরে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যবসায়ী বাধা দিলে দুই ছিনতাইবাজ চিৎকার করে বলতে থাকে, ব্যবসায়ীর কালো ব্যাগে রয়েছে বন্দুক। তখনই পাশ থেকে আরও চারজন লোক এসে শাহাবুদ্দিনকে ঘিরে ধরে মারতে শুরু করে। আশপাশের লোকজন ঘটনায় হতভম্ব হয়ে পড়ে। ব্যবসায়ীর দুই সঙ্গী সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। ব্যবসায়ীকে একা পেয়ে বেধড়ক মারধর করে ছ'জন দুষ্কৃতী। তারপর ব্যবসায়ীর কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। প্রকাশ্য দিবালোকে এভাবে ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আশেপাশের লোকজন বুঝতেই পারেননি কীভাবে ঘটনাটা ঘটে গেল।
বুধবার রাতেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লা। তিনি বিভিন্ন বাজার থেকে ধান সংগ্রহ করতেন। বুধবার বিকেলে চাষিদের থেকে ধান কেনার প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা পেমেন্ট করতে এসেছিলেন ভাঙড়ের উত্তর কাশীপুর থানার ভুমরু এলাকার ব্যবসায়ী শাহাবুদ্দিন। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ওই ব্যবসায়ী। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পরে রাতেই এক ব্যক্তিকে আটক করে বারুইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।