বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের
প্রদীপ কুমার সিংহ, বারুইপুর : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার বলরামপুর এলাকায়। পরিবারের সূত্রে খবর, মৃত যুবকের নাম জয়প্রকাশ দাস(১৮)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর থানার বামনগাছি এলাকায়। জয় প্রকাশের বাবা মা কেউ নেই। তাঁর কাকার কাছে ছোটবেলা থেকে মানুষ। সে মাঝে মধ্যে ইলেকট্রিকের কাজ করত। রবিবার সন্ধ্যায় বারুইপুরের বলরামপুর এলাকায় একটি অন্নপ্রাশন অনুষ্ঠান বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে গিয়েছিলেন। হঠাৎ সেখানে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।