বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে আগ্রহী অশ্বিন, অবসরের পর তুঙ্গে জল্পনা

Aug 27, 2025 - 21:25
 4
বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে আগ্রহী অশ্বিন, অবসরের পর তুঙ্গে জল্পনা

আইপিএলকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। বুধবার সকালে সোশাল মিডিয়ায় পোস্ট করে এ কথা জানিয়েছেন তিনি। এবার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ব্যাপারে আগ্রহী অশ্বিন। এমনটাই জানা গিয়েছে, এক সংবাদমাধ্যম সূত্রে।বুধবার ছিল গণেশ চতুর্থী। সেই বিশেষ দিনটাকেই অশ্বিন অবসরের জন্য বেছে নিয়েছেন। আইপিএলের অন্যতম সেরা স্পিনার লিখেছেন, ‘আজ একটা বিশেষ দিন। আজ একটা বিশেষ যাত্রা শুরু করা যাক। সবাই বলে, প্রতিটি শেষের একটা শুরু থাকে। আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় এখানেই ফুরিয়ে এল। কিন্তু বিভিন্ন লিগে আমার অভিযান আজ থেকে শুরু হল। আমি যে সব ফ্র্যাঞ্চাইজিতে খেলেছি, দারুণ স্মৃতি তৈরি হয়েছে, তাদের ধন্যবাদ জানাতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ আইপিএল ও বিসিসিআইকেও ধন্যবাদ, তারা আমাকে আজ যা দিয়েছে, তার জন্য। এবার সামনের দিকে তাকাতে চাই এবং সামনে যা আছে তা উপভোগ করতে চাই।’ সেই অশ্বিনের পরবর্তী গন্তব্য হতে পারে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড লিগ। অশ্বিনের এই ঘোষণা অনেককেই অবাক করে দিয়েছে। সম্প্রতি ইয়েলো আর্মির ‘ঘরের ছেলে’ রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেছিলেন, চলতি বছরের আইপিএলে পরিবর্ত হিসাবে সই করানো হয়েছিল ডেওয়াল্ড ব্রেভিসকে। চুক্তির অর্থ ছাড়াও ঘুরপথে প্রোটিয়া তারকাকে অনেক টাকা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন অশ্বিনের। তার আগে জানা গিয়েছিল সিএসকে ছাড়তে চলেছেন দক্ষিণী এই তারকা। সেই অশ্বিন এবার আইপিএলকেও বিদায় জানিয়েছেন। এখন জানা যাচ্ছে, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।ভারতীয় ক্রিকেটারদের বিদেশি লিগের খেলার ব্যাপারে কঠোর নীতিমালা রয়েছে বিসিসিআইয়ের। কোনও সক্রিয় ক্রিকেটার (যাঁরা অবসর নেননি) বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারেন না। গত বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অশ্বিন। এবার আইপিএল থেকেও অবসর নিলেন অশ্বিন। সুতরাং, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ব্যাপারে কোনও বাধা থাকবে না তাঁর।