ফের প্রথম পাঁচে ঢুকলেন যশস্বী, ছিটকে গেলেন গিল, সর্বোচ্চ টেস্ট র‍্যাঙ্কিংয়ে সিরাজ

Aug 6, 2025 - 21:38
 6
ফের প্রথম পাঁচে ঢুকলেন যশস্বী, ছিটকে গেলেন গিল, সর্বোচ্চ টেস্ট র‍্যাঙ্কিংয়ে সিরাজ

ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ ফর্মে ছিলেন গিল। যদিও ওভালে শেষ টেস্টে রান পাননি। যে কারণে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে পতন গিলের। অন্যদিকে দুরন্ত বোলিংয়ে ভারত ম্যাচ জেতানোর পর নিজের কেরিয়ারের সেরা র‍্যাঙ্কিংয়ে উঠলেন মহম্মদ সিরাজ। ওভালে সেঞ্চুরি করে প্রথম পাঁচে উঠে এলেন যশস্বী জয়সওয়ালও।ওভাল টেস্টের আগে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে ছিলেন গিল। তবে শেষ টেস্টে দুই ইনিংসে ২১ ও ১১ রান করেন। যার ফলে র‍্যাঙ্কিংয়ে চার ধাপ নেমে গিল বর্তমানে আছেন ১৩তম স্থানে। তাঁর রেটিং ৭২৫। ইংল্যান্ড সিরিজে পাঁচ টেস্টে তাঁর রান সংখ্যা ৭৫৪। গড় ৮৩.৭৮। যার মধ্যে আছে চারটে সেঞ্চুরি। সর্বোচ্চ রান ২৬৯।তবে নিজের কেরিয়ারের সেরা র‍্যাঙ্কিংয়ে উঠলেন মহম্মদ সিরাজ। ওভাল টেস্টে জয়ের নায়ক ৯ উইকেট তোলেন। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পান। তারপরই টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৫তম স্থানে উঠে এলেন তিনি। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে ১৬তম স্থানে উঠেছিলেন সিরাজ। অন্যদিকে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে উঠে এলেন যশস্বী জয়সওয়াল। এর আগে লর্ডস ও ম্যাঞ্চেস্টারে খারাপ পারফরম্যান্সে অষ্টম স্থানে নেমে গিয়েছিলেন ভারতীয় ব্যাটার। কিন্তু ওভালে সেঞ্চুরি করে প্রথম পাঁচে ফিরলেন যশস্বী। পাঁচ টেস্টে দু’টি সেঞ্চুরি, দু’টি হাফসেঞ্চুরি-সহ তাঁর মোট রান ৪১১।