ফের জলমগ্ন, নাজেহাল বারুইপুরবাসী

Aug 6, 2025 - 21:42
 16
ফের জলমগ্ন, নাজেহাল বারুইপুরবাসী

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: অত্যধিক বৃষ্টির ফলে বারুইপুর পুরসভা সহ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ায় সাধারণ মানুষ সমস্যায় পড়েছে। বারুইপুরের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তার ওপর বৃষ্টির জল জমে যাওয়ায় সাধারণ মানুষ, স্কুলের ছাত্রছাত্রীরা, অফিসযাত্রীরা, রোগীরা অসুবিধার মধ্যে পড়ছে। সাইকেল, রিক্সা, ভ্যান, অটো, টোটো চালাতে সমস্যা হচ্ছে। 

পুরসভার ৩, ৪, ১০, ১১, ১৩, ১৪ নম্বর ওয়ার্ড জলমগ্ন। ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের গোলপুকুরে রাস্তায় এবং বাড়ির ভিতরে জল। নর্দমা ও বৃষ্টির জল মিলেমিশে একাকার। পুরসভার পঞ্চাননতলা থেকে অক্ষয় সংঘ পর্যন্ত রাস্তায় ফি বছরের মতো জল জমেছে। ষ ৪ ও ১৪ নম্বর ওয়ার্ডে অনেক বাড়িতেও জল ঢুকেছে। জল জমেছে মদারাট পপুলার অ্যাকাডেমি স্কুলের সামনে। পড়ুয়াদের জমা জল পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে। রাস্তায় গাড়ি চালাতে সমস্যায় পড়তে হচ্ছে। এই রাস্তার একদিকে মদারাট পঞ্চায়েত, বিপরীত দিকে ১৪ নম্বর ওয়ার্ড। জলমগ্ন ৪ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া মোড় থেকে সিদ্ধেশ্বরী কালীতলা পর্যন্ত। ওয়ার্ডের বিভিন্ন গলিতে জল দাঁড়িয়ে গিয়েছে। ফি বছর কেন মানুষকে এই সমস্যায় ভুগতে হবে? প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ বাসিন্দারা। অভিযোগ, বেহাল নিকাশি ব্যবস্থার জন্য বছরের পর বছর ভুগতে হচ্ছে নাগরিকদের। অধিকাংশ ওয়ার্ডেই নর্দমার জল উপচে পড়ছে। রাস্তায় উঠে এসেছে আবর্জনা। বাসিন্দারা বলেন, ভোট যায় ভোট আসে। প্রতিশ্রুতি মেলে। কিন্তু আজও সমাধান করা গেল না পুরসভার জল জমার সমস্যা। পুরসভার কাউন্সিলররা বলেন, নিচু জায়গা বলে ডুবছে। ৫-৬ বছর ধরে এই জমা জলের সমস্যা হচ্ছে। তার আগে এই সমস্যা ছিল না। পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস বলেন, বেশ কয়েকটি পাম্প চলছে। ভারী বৃষ্টি কমে গেলেই জল নেমে যাবে।

বারুইপুর রামনগর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ফুলতলা রামকৃষ্ণ পল্লি এলাকা জলমগ্ন হয়ে আছে। মানুষ বাড়ি থেকে বের হতে পারছে না। আর এর ফলে সাপের উপদ্রব বেড়ে গেছে। ছোট বাচ্চারা স্কুলে যেতে ভয় পাচ্ছে। পঞ্চায়েত প্রধান সোমনাথ চক্রবর্তী বলেন, পানীয় জলের পাইপ বসানোর জন্য রাস্তার অবস্থা এখন একটু খারাপ। চারিদিকে গর্ত হয়ে আছে। তাছাড়া অত্যধিক বৃষ্টির ফলে চারদিকে জল জমে গেছে। একটু কমলেই জল বেরিয়ে যাবে। মল্লিকপুরে জলমগ্ন হয়ে আছে বিভিন্ন অংশ। ওই এলাকায় একে সরু রাস্তা, তার ওপর হাঁটুর বেশি জল জমে আছে বিভিন্ন জায়গায়। সাধারণ মানুষের যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে।

মাদারট গ্রাম পঞ্চায়েত, রামনগর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ায় সাধারণ মানুষ খুবই সমস্যায় আছে।

রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, অত্যধিক বৃষ্টির ফলে চারিদিক জলমগ্ন হয়ে আছে। পঞ্চায়েতের সাফাই কর্মীরা কাজ করছেন, জল যাতে সরে যায়। তবে বৃষ্টি একটু কমলেই জল তাড়াতাড়ি সরে যাবে। 

সোনারপুর রাজপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন এলাকা জলমগ্ন। সোনাপুরের রামকৃষ্ণ পল্লি এলাকায় এতটাই জল রাস্তার উপর দাঁড়িয়ে আছে যে রিকশ, সাইকেল, মোটরসাইকেল, স্কুটি ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে না। রোগীকে হাসপাতালে বা ডাক্তারখানায় নিয়ে যেতে সমস্যা। এদিকে বাড়ি বাড়ি জ্বরের প্রকোপ। পৌরমাতা, পৌরপিতারা বলেন, পাম্পের ব্যবস্থা করা হয়েছে তাড়াতাড়ি জল বের করে দিতে। 

একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সোনারপুরের বিস্তীর্ণ এলাকা। গড়িয়ার বালিয়ায় রাস্তায় একহাঁটু জল। অনেক বাড়ির ভিতরেও ঢুকে পড়েছে জল। রাজপুর, সুভাষগ্রাম, সোনারপুর, বোড়াল, মহামায়াতলা--- প্রায় সর্বত্রই জল জমে রয়েছে।

জল নিষ্কাশনের জন্য বিভিন্ন এলাকায় পাম্প বসানো হয়েছে বলে জানিয়েছে পুরসভা। তবে জল নামতে কিছুটা সময় লাগবে। জীবনযাত্রা ব্যাহত স্থানীয়দের। স্কুল-কলেজগামী পড়ুয়া, অফিসযাত্রী, প্রবীণ নাগরিকরা বিপাকে।

পুরসভার পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে বলে দাবি। তবে বাসিন্দাদের অভিযোগ, সেচ ব্যবস্থা ও নিকাশি লাইনের সংস্কার না হওয়াতেই এই দুরবস্থা।বৃষ্টির পূর্বাভাস থাকায় উদ্বেগ আরও বাড়ছে।