ফিফা র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ উঠে এলেন ভারতীয় মহিলা ফুটবল দল

Aug 7, 2025 - 20:17
 10
ফিফা র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ উঠে এলেন ভারতীয় মহিলা ফুটবল দল

থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছে ভারতীয় মহিলা ফুটবল দল। আর এর পুরস্কার হিসাবে সদ্য প্রকাশিত ফিফার ক্রমতালিকায় সাত ধাপ উঠে এল ভারতীয় মহিলা ফুটবল দল।এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের আগে ভারতের র‍্যাঙ্ক ছিল ৭০। আর এখন সাত ধাপ এগিয়ে নীল বাঘিনীরা পৌঁছে গেলেন ৬৩-তে। দু’বছরের মধ্যে যা ভারতীয় মহিলা দলের সর্বোচ্চ র‍্যাঙ্কিং।মহিলাদের এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বে দুরন্ত ফুটবল উপহার দিয়েছে ভারতীয় মহিলা দল। প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ১৩-০ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন ভারতের মেয়েরা। ইরাককে ৫-০ গোলে হারিয়ে থাইল্যান্ডের বিরুদ্ধে নেমেছিলেন সঙ্গীতা বাসফোর, মনীষা কল্যাণরা। কার্যত ‘ফাইনাল’ সেই ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডকে হারায় ভারত। আর তারপরেই সামনের বছর অস্ট্রেলিয়ায় হতে চলা এশিয়ান কাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়ে যায় ভারতীয় মহিলা দল।২০০৩ সালে শেষবার যোগ্যতার ভিত্তিতে মহিলা এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছিল। ২০২২ সালে আয়োজক দেশ হিসেবে এশিয়ান কাপ খেলে ভারত। এরপর আবার এশিয়ান কাপের মূলপর্বে খেলতে দেখা যাবে ‘নীল বাঘিনী’দের।