পুলিশের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির কুলপিতে

সানওয়ার হোসেন, কুলপি: বুধবার বি পি পোদ্দার হাসপাতালের সহযোগিতায় কুলপি থানা প্রাঙ্গণে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। কুলপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সেখ জাহাঙ্গির আলির তত্ত্বাবধানে সুন্দরবন পুলিশ জেলার কর্মকর্তাদের উপস্থিতিতে এদিনের স্বাস্থ্য শিবিরে সিভিক ভলান্টিয়ার্স এবং ভিলেজ পুলিশ সহ সকল পুলিশকর্মী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন। পুলিশ প্রশাসনের উদ্যোগে এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন কুলপির বিধায়ক, কুলপি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও কুলপি ব্লক স্বাস্থ্য আধিকারিক।
কুলপি ব্লক স্বাস্থ্য আধিকারিক পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে বিভিন্ন রোগ সনাক্তকরণ করা সম্ভব, যা রোগের বিস্তার রোধ করতে সাহায্য করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উৎসাহিত করে।