পাকিস্তানকে বিশ্বের সব প্রান্তে হারাব ঃ কেদার যাদব

Aug 19, 2025 - 22:28
 13
পাকিস্তানকে বিশ্বের সব প্রান্তে হারাব ঃ কেদার যাদব

যেকোনও জায়গায় পাকিস্তানকে হারিয়ে দেবে ভারত, এমনটাই জানালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কেদার যাদব।আগামী ৯ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। টুর্নামেন্টে চলবে ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত দুটি ভেন্যুতে ম্যাচগুলি খেলা হবে। যার মধ্যে ১১টি ম্যাচ হবে আবু ধাবিতে। বাকি আটটি ম্যাচ হবে দুবাইয়ে। তার মধ্যে ফাইনালও আছে। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ খেলা হবে ১৪ সেপ্টেম্বর। এই ম্যাচ ঘিরে বরাবরই উত্তেজনা থাকে। ‘অপারেশন সিঁদুর’ এর পর পাকিস্তানের সঙ্গে খেলা কোনও অংশে ‘জঙ্গ’-এর কম হবে না। দেশবাসী যেনতেন প্রকারেণ পাকিস্তানের হার দেখতে চাইবে।উল্লেখ্য, এশিয়া কাপে একই গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ফলে এক নয়, দুই নয়, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে তিন-তিন বার ভারতের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই দ্বৈরথ নিয়ে আকিবের হুঙ্কার ছিল, “এই পাক দলের ক্ষমতা রয়েছে এশিয়া কাপে ভারতকে হারানোর। আমাদের দল তৈরি। যেকোনও প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারে। বর্তমানে দুই দেশের কী পরিস্থিতি সেটা সবাই জানে। তবে সেটা নিয়ে ক্রিকেটারদের উপর চাপ সৃষ্টি করার দরকার নেই।” আকিবের এই মন্তব্যের পালটা দিয়েছেন কেদার। তিনি বলেন, “ভার‍তকে নিয়ে যদি বলতেই হয়, তাহলে বিশ্বের যেকোনও প্রান্তেই পাকিস্তানকে হারিয়ে দেবে ভারতীয় দল।” যদিও কেদারের মতে, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলতে নামা উচিত নয়।