পরের আইপিএলেও রুতুরাজই অধিনায়ক, জানাল চেন্নাই

Aug 10, 2025 - 07:09
 4
পরের আইপিএলেও রুতুরাজই অধিনায়ক, জানাল চেন্নাই

আগামী মরসুমে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক কে হবেন, সেই জল্পনা চলছে অনেক দিন ধরে। গত বার আইপিএল চলাকালীন রুতুরাজ গায়কোয়াড় চোট পাওয়ায় অধিনায়কত্ব করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। এ বারও তিনি দলে রয়েছেন। পাশাপাশি রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে নিতে ঝাঁপিয়েছে চেন্নাই। তার মাঝেই আগামী মরসুমের অধিনায়কের ইঙ্গিত দিয়ে রাখল চেন্নাই।শনিবার সমাজমাধ্যমে একটা ছবি পোস্ট করেছে চেন্নাই। সেখানে দেখা যাচ্ছে, দর্শকদের মাঝে একটা গাড়ির উপর দাঁড়িয়ে রয়েছেন রুতুরাজ। ছবিতে লেখা, “বাড়তি ক্ষমতার সঙ্গে বাড়তি দায়িত্ব আসে।” তবে কি চেন্নাই বুঝিয়ে দিল, পরের মরসুমেও রুতুরাজই অধিনায়ক থাকবেন। নইলে কেন তাঁর কাঁধে বাড়তি দায়িত্বের কথা বলল তারা।আইপিএলের গত মরসুমের পর ধোনিও জানিয়েছিলেন, পরের বার রুতুরাজ ফেরার আগে একটা ভাল দল তৈরি করে দিতে চান তিনি। সেই কারণে শেষ দিকে বেশ কয়েক জন তরুণ ক্রিকেটার খেলায় চেন্নাই। আয়ুষ মাত্রে, উর্বিল পটেল, ডেওয়াল্ড ব্রেভিসেরা নজর কেড়েছেন। তাঁদের নিয়েই নতুন মরসুমের দল তৈরি করতে চায় চেন্নাই।টপ অর্ডারে এক জন ভাল ব্যাটার ও সেই সঙ্গে উইকেটরক্ষক হিসাবে ধোনির বিকল্প খুঁজছে চেন্নাই। তাদের নজরে সঞ্জু। রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের সঙ্গে সঞ্জুর জন্য যোগাযোগ করেছিলেন চেন্নাইয়ের কর্তারা। রাজস্থান সঞ্জুর বদলে রুতুরাজ এবং কনওয়েকে চায়। চেন্নাই আবার এই শর্তে রাজি নয়। রুতুরাজকে ছাড়বে না চেন্নাই। তারা সঞ্জুকে কিনতে চায় শুধু টাকা দিয়ে। তাতে আবার রাজি নন রাজস্থান কর্তৃপক্ষ। দু’পক্ষের মধ্যে আলোচনা চললেও সমাধানের সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। তার মাঝে রুতুরাজকেই আগামী মরসুমের অধিনায়ক করার ইঙ্গিত দিল চেন্নাই।